• রাতভর হাঙ্গামা মদ্যপ ২ নিরাপত্তারক্ষীর, ধৃত
    বর্তমান | ০১ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চিকিৎসকদের ঘরের দরজায় বারবার ধাক্কাধাক্কি, অকথ্য ভাষায় গালিগালাজ, খুনের হুমকি। মধ্যরাতে নর্থ সাবার্বান হাসপাতালে বহিরাগত কোনও দুষ্কৃতী নয়, তাণ্ডব চালাল দুই মদ্যপ নিরাপত্তারক্ষী। প্রবল আতঙ্ক ছড়াল হাসপাতালজুড়ে। রাতভর ভয়ে সিঁটিয়ে থাকলেন চিকিৎসক থেকে নার্সিং স্টাফ। শনিবার ভোরবেলায় ঘটনাস্থলে যায় কাশীপুর থানার পুলিস। দু’জনকে গ্রেপ্তার করে। ধৃতদের নাম ধর্মেন্দ্র প্রসাদ দাস ও সৌরভ দে। শিয়ালদহ আদালতে পেশ করার পর তাদের পাঁচ সেপ্টেম্বর পর্যন্ত পুলিস হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক। 

    চিকিৎসক, চিকিৎসা কর্মী সহ হাসপাতালের সার্বিক নিরাপত্তার জন্য ন্যাশনাল হেলথ মিশনের প্রজেক্টে নিরাপত্তারক্ষীদের নিয়োগ করা হয়। এই হাসপাতালটিতে এ ধরনের নিরাপত্তারক্ষীর সংখ্যা ১১। তাঁদের মধ্যে এদিন রাতে ডিউটিতে ছিলেন ধর্মেন্দ্র ও সৌরভ। একজন চিকিৎসক ও একজন নার্সিং স্টাফও  ছিলেন। কাজ করছিলেন তাঁরা। রাতে হঠাৎ দরজা ধাক্কা দিয়ে অশ্রাব্য গালিগালাজ করে খুনের হুমকি দেয় অভিযুক্তরা। এই অভিযোগ জানিয়েছেন হাসপাতালের সুপার মিজানুর রহমান। তিনি জানান, তাঁকেও খুনের হুমকি দিয়েছেন দুই নিরাপত্তারক্ষী। এই দুই যুবক প্রায়শই মদ খেয়ে চিকিৎসক এবং হাসপাতালের কর্মীদের উপর তাণ্ডব চালায় বলে অভিযোগ। এর আগেও এ নিয়ে বহুবার অভিযোগ জানানো হয়েছে স্বাস্থ্যভবনে। 
  • Link to this news (বর্তমান)