• নিউটাউনে শ্যুটআউট, গুলিবিদ্ধ যুবকের মৃত্যু
    বর্তমান | ০১ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: ইকো পার্কের কাছে দুষ্কৃতী হামলায় প্রাণ হারালেন এক ব্যবসায়ী। মৃতের নাম নাসিরুদ্দিন তাঁর বাড়ি ভাঙড় থানা এলাকায়। শনিবার রাতের এই ঘটনায় প্রবল আতঙ্ক ছড়িয়েছে নিউটাউনে। কী কারণে এই হামলা, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিস। 

    সূত্রের খবর, পেশায় ব্যবসায়ী নাসিরুদ্দিন এদিন রাতে ইকো পার্কের কাছে একটি দোকানে বসে চা খাচ্ছিলেন। আচমকা দ্রুতগতিতে বাইকে করে এসে দোকানের সামনে দাঁড়ায় দুই দুষ্কৃতী। কেউ কিছু বুঝে ওঠার আগেই পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে নাসিরুদ্দিনকে গুলি করে বাইক নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় ঘটনাস্থলে লুটিয়ে পড়েন নাসিরুদ্দিন। গুলির শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিসে। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এর পরেই ঘটনাস্থলে এসে স্থানীয়দের সঙ্গে কথা বলে বিধাননগর কমিশনারেটের পুলিস। স্থানীয়দের কথায়, রাতের দিকে এই এলাকায় এমনিতেই কম মানুষ থাকে। রাস্তাঘাট থাকে শুনশান। সেই সুযোগকেই কাজে লাগিয়েছে দুষ্কৃতীরা। পুলিস সূত্রে খবর, কী কারণে শ্যুটআউট, তা স্পষ্ট নয়। ঘটনার নেপথ্যে পারিবারিক বিবাদ নাকি অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। দুষ্কৃতীদের চিহ্নিত করতে খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসি ক্যামেরার ফুটেজ।
  • Link to this news (বর্তমান)