• আন্দোলনের মাঝেই রোগী দেখবেন জুনিয়র চিকিৎসকরা, শহরজুড়ে অস্থায়ী ক্যাম্প
    প্রতিদিন | ০১ সেপ্টেম্বর ২০২৪
  • ক্ষীরোদ ভট্টাচার্য: আন্দোলনের মাঝেই রোগীদের পরিষেবা দিতে টেলিমেডিসিন চালু করেছেন জুনিয়র চিকিৎসকেরা। মিলেছে ভালো সাড়াও। আরও এক ধাপ এগিয়ে আজ, রবিবার শহরের বিভিন্ন প্রান্তে অস্থায়ী ক্যাম্প করে রোগী দেখবেন তাঁরা। কখন, কোথায় হবে এই ক্যাম্প?

    আজ কলকাতার মেডিক্যাল কলেজ, আর জি কর, ন্যাশনাল মেডিক্যাল কলেজ-সহ একাধিক মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তাররা অস্থায়ী ক্যাম্প করবেন। নাম দেওয়া হয়েছে,’অভয়া ক্লিনিক’। কুমারটুলি, এসপ্ল্যানড ক্রসিং, রানুছায়া মঞ্চ, ন্যাশনাল মেডিক্যালের ২ নম্বর গেট, এন আর এস মেডিক্যালের ১ নম্বর গেটে হবে এই ক্যাম্প। কেপিসি মেডিক্যাল কলেজের পড়ুয়ারা রোগী দেখবেন ৮বি বাস স্ট্যান্ডে। ই এস আই হাসপাতাল থেকে বেহালায় ক্যাম্প করে রোগী দেখা হবে। সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত চলবে রোগী দেখা। প্রেসকিপশনেও থাকবে প্রতিবাদ। লেখা হবে, ‘আরজি করের বিচার চাই, অপরাধচক্রের বিনাশ চাই’।
  • Link to this news (প্রতিদিন)