• পদ্ম-আইটি সেলের ২ নেতার জামিন ধর্ষণে, সরব জোড়াফুল
    এই সময় | ০১ সেপ্টেম্বর ২০২৪
  • এই সময়: অমিত মালব্যের নেতৃত্বাধীন বিজেপির আইটি সেলের সদস্য, দুই যুব নেতা ধর্ষণের ঘটনায় জামিন পাওয়ায় গেরুয়া শিবিরকে তীব্র আক্রমণ করল তৃণমূল। আরজি করের তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় বঙ্গ বিজেপি লাগাতার আন্দোলনে নেমেছে। বাংলা বন্‌ধ হয়েছে। বঙ্গ বিজেপি নেতৃত্ব ধর্মতলায় ধর্নায় বসেছেন।আরজি কর নিয়ে গেরুয়া শিবির যখন জাতীয় স্তরেও উচ্চগ্রামে প্রচার চালাচ্ছে, ঠিক সেই সময়ে ধর্ষণে অভিযুক্ত বিজেপির দুই যুব নেতা এলাহাবাদ হাইকোর্ট থেকে জামিন পাওয়ায় গেরুয়া শিবির অপরাধীদের আড়াল করছে বলেই অভিযোগ তুলেছে তৃণমূল।

    শনিবার এক্স হ্যান্ডলে তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে, ‘গণধর্ষণে অভিযুক্ত আইটি সেলের দুই সদস্য এলাহাবাদ হাইকোর্ট থেকে শর্তাধীন জামিন পেয়েছে। এই শয়তানরা যাতে জেলে পচে তার ব্যবস্থা করার বদলে বিজেপির মেশিনারি এদের আড়াল করেছে। কেন এটা করা হয়েছে? বিজেপি কি এই ভাবে ধর্ষক ও অপরাধীদের পুরস্কার দেয়?’

    গত বছরের নভেম্বরে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে একটি ধর্ষণের ঘটনায় কুণাল পাণ্ডে, অভিষেক চৌহান, সক্ষম প্যাটেলের নাম জড়িয়েছিল। কংগ্রেস, তৃণমূল-সহ বিরোধী শিবির দাবি করেছিল, এই তিন জন বিজেপির আইটি সেলের সদস্য। বিজেপির এই আইটি সেলের মাথায় রয়েছেন অমিত মালব্য, যিনি আবার বঙ্গ বিজেপির সহকারী কেন্দ্রীয় পর্যবেক্ষক।

    এই তিন অভিযুক্তর মধ্যে দু’জন জামিন পাওয়ায় তৃণমূল-সহ বিরোধী শিবির প্রশ্ন তুললেও অমিত মালব্য নীরবই থেকেছেন। যদিও আরজি করের ঘটনা নিয়ে এ দিনও তিনি পোস্ট করেছেন। তৃণমূল এক্স হ্যান্ডলে জামিন পাওয়া দুই বিজেপি নেতার ছবি দিয়ে প্রশ্ন তোলায় বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য বলেন, ‘আরজি কর মেডিক্যাল কলেজের ঘটনা নিয়ে সারা দেশ প্রতিবাদী হয়েছে। উত্তরপ্রদেশে কী হয়েছে, তা দিয়ে নজর ঘোরানো যাবে না। উত্তরপ্রদেশের মানুষ সেই রাজ্যের ঘটনা নিয়ে যা বলার বলবেন। সেখানকার প্রশাসন এই বিষয়ে যা বলার বলবে।’

    বিজেপি এই যুক্তি দেওয়ায় তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদার বলেন, ‘আরজি কর মেডিক্যাল কলেজের ঘটনায় এখন সিবিআই তদন্ত করছে। তবু বিজেপি এখানে চিৎকার করছে অথচ সেই বিজেপি বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ঘটনা নিয়ে চুপ। এখন তৃণমূল প্রকৃত চিত্র তুলে ধরায় বিজেপি নেতাদের গায়ে কি ছেঁকা লাগছে? কী করে এই অভিযুক্তরা জামিন পেল, মানুষকে তার উত্তর দিতে হবে।’
  • Link to this news (এই সময়)