৭ বছরের নাবালিকাকে ‘যৌন হেনস্তা’, ‘We Want Justice’ স্লোগান তুলে অভিযুক্তর বাড়ি ভাঙচুর
প্রতিদিন | ০১ সেপ্টেম্বর ২০২৪
অর্ণব দাস, বারাসত: আর জি কর আবহে উত্তপ্ত রাজ্য। দিকে দিকে প্রতিবাদ আন্দোলন চলছে। সোশাল মিডিয়া জুড়েও চলছে প্রচার। তার পরেও একের পর এক যৌন নির্যাতনের খবর প্রকাশ্যে আসছে। এবার ‘যৌন হেনস্তা’র শিকার সাত বছরের নাবালিকা।
শনিবার রাতের এই ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে ওঠে মধ্যমগ্রামের রোহান্ডা পঞ্চায়েতের রাজবাড়ি এলাকা। পুলিশের সামনে ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান তুলে অভিযুক্ত ও তার আত্মীয়দের বাড়ি ভাঙচুর করে। এমনকী স্থানীয় পঞ্চায়েত সদস্যার বাড়িতে ভাঙচুর করে তারা।
খবর পেয়ে ছুটে আসে মধ্যমগ্রাম থানার পুলিশ। পুলিশকে দেখেই ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান দিতে শুরু করে গ্রামবাসীরা। পুলিশের সামনেই ব্যাপক ভাঙচুর চালায় স্থানীয় মানুষজন। এমনকী ওই এলাকার পঞ্চায়েত সদস্যের বাড়িতেও ভাঙচুর চলে। পঞ্চায়েত সদস্য এই অভিযুক্তকে আড়াল করার চেষ্টা করেছে বলে গ্রামবাসীদের অভিযোগ।
এর পর পরিস্থিতি সামলাতে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠি চালায় পুলিশ। কাঁদানে গ্যাসও ছোড়ে। গভীর রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে অবশেষে। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে মধ্যমগ্রাম থানার পুলিশ।