• ‘অভয়া ক্লিনিক’-এ দু’দিনেই ব্যাপক সাড়া, কোথায় কোথায় হচ্ছে ক্যাম্প?
    এই সময় | ০১ সেপ্টেম্বর ২০২৪
  • আরজি কর কাণ্ডের পর থেকে কর্মবিরতি চালিয়ে আসছেন জুনিয়র ডাক্তাররা। তাঁদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে বলে জানানো হয়েছে। এর মাঝেই শনিবার থেকেই টেলি মেডিসিন পরিষেবা ও ‘অভয়া ক্লিনিক’ চালু করেছেন জুনিয়র ডাক্তাররা। দু’দিনেই ‘অভয়া ক্লিনিক’ থেকে ব্যাপক সাড়া মিলেছে বলে দাবি।কলকাতা শহরের বিভিন্ন জায়গায় জুনিয়র ডাক্তারের তরফ থেকে চালু হয়েছে ‘অভয়া ক্লিনিক’। আজ, রবিবার সকাল ১০ টা থেকে দুপুর ২ টো পর্যন্ত একাধিক জায়গায় চলে ‘অভয়া ক্লিনিক’। আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জুনিয়র মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় পর ন্যায় বিচারের দাবিতে কর্মবিরতি চললেও এবার নিহত জুনিয়র মহিলা চিকিৎসককের স্মরণে বিভিন্ন মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তাররা চালু করলেন ‘অভয়া ক্লিনিক’। ব্যাপক সাড়া মিলছে আরজি কর মেডিক্যালের জুনিয়র ডাক্তারদের ‘অভয়া ক্লিনিক’-এর টেলি মেডিসিন পরিষেবায়৷ রোগীরা ফোন করে নিজেদের সমস্যার কথা জানাচ্ছেন৷ সেইমতো প্রেসক্রিপশন লিখে হোয়াটসঅ্যাপ করে দেওয়া হচ্ছে রোগীদের৷ এমনকী, হোয়াটসঅ্যাপের মাধ্যমেও রোগীদের সঙ্গে যোগাযোগ করছেন জুনিয়র ডাক্তাররা৷ এই পরিষেবার মাধ্যমে শনিবার প্রায় ৫০০ জন রোগীর চিকিৎসা করা হয়েছে বলে জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন ৷ রবিবার সংখ্যাটা আরও বাড়তে পারে বলে আশা করা হচ্ছে।

    শহরের কোথায় কোথায় হয়েছে এই ক্যাম্প?

    ১. আরজি কর হাসপাতাল

    আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা আছেন কুমোরটুলিতে। সেখানে তারা পরিষেবা দিচ্ছেন। শুধুমাত্র মৃৎশিল্পীরাই নয়, যে কোনও মানুষ সেখানে গিয়ে জুনিয়র চিকিৎসকদের দেখাচ্ছেন ৷

    ২. কলকাতা মেডিক্যাল কলেজ

    কলকাতা মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসকরা আছেন ধর্মতলায়।

    ৩. এসএসকেএম হাসপাতাল

    SSKM জুনিয়র চিকিৎসকদের ক্যাম্প চলছে নন্দনের পাশে রানুছায়া মঞ্চে। এসএসকেএমের জুনিয়র চিকিৎসকরা সেখানে পরিষেবা দিচ্ছেন।

    ৪. ন্যাশনাল মেডিকেল কলেজ

    ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকরা আছেন হাসপাতলের ২ নম্বর গেটে।

    ৫. NRS হাসপাতাল

    এনআরএস হাসপাতালের জুনিয়র চিকিৎসকদের ক্যাম্প হয়েছে হাসপাতালের ১ নম্বর গেটের সামনে। এছাড়াও শহরের একাধিক জায়গায় ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস্ ফ্রন্টের তরফ থেকে ‘অভয়া ক্লিনিকে’ যথেষ্ট সাড়া ফেলে দিচ্ছে।

    আরজি কর হাসপাতালের চিকিৎসক কিঞ্জল নন্দ বলেন, ‘আমার এই অভয়া ক্লিনিক করে ভালো সাড়া পেয়েছি। অনেক সাধারণ মানুষ আসছেন। তাঁরা পরিষেবা পাচ্ছেন। আমরা চেষ্টা করছি আরও ভালো পরিষেবা দেওয়ার। আমাদের যে আন্দোলন চলছে, সেটিকে আরও বৃহত্তর করে তোলার জন্য আমাদের এই কর্মসূচি।’ অভয়া ক্লিনিকে চিকিৎসা করাতে আসা এক রোগী বলেন, ‘এখানে এসে ভালো পরিষেবা পেয়েছি। নিম্নবিত্ত মানুষের অনেকটাই সুবিধা হচ্ছে। তবে পুরোপুরি হাসপাতাল চালু হলে আরও সুবিধা হয়।’
  • Link to this news (এই সময়)