মহিলা ডাক্তারি পড়ুয়াদের নিয়ে মন্তব্য ঘিরে বিতর্ক, ক্ষমা চাইলেন কাকলি
এই সময় | ০১ সেপ্টেম্বর ২০২৪
আরজি করের ঘটনা নিয়ে তোলপাড়ের মধ্যেই তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের মহিলা ডাক্তারি পড়ুয়াদের নিয়ে করা মন্তব্যে 'বিতর্ক'। ক্ষমা চাইলেন তিনি। এই মর্মে রবিবার একটি সোশ্যাল মিডিয়া পোস্টও করেন সাংসদ।রবিবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেন কাকলি ঘোষ দস্তিদার। সেখানে তিনি লেখেন, 'আমি একটি বেসরকারি চ্যানেলে যে মন্তব্য করেছি তার জন্য দুঃখিত। যদি এই মন্তব্যে কারও আঘাত লাগে তাহলে আমি ক্ষমাপ্রার্থী। মেয়েদের সুরক্ষা এবং অধিকার রক্ষাই আমার উদ্দেশ্য ছিল এবং থাকবে।'
প্রসঙ্গত, গত শুক্রবার একটি বেসরকারি চ্যানেলে অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন কাকলি ঘোষ দস্তিদার। সেখানে তিনি বলেছিলেন, 'ছাত্রীদের কোলে বসিয়ে পরীক্ষা নেওয়ার একটা চল শুরু হয়েছিল। যার আমি তীব্র নিন্দা করি, ঘৃণা করি। আমার ছেলেরা নিন্দা করেছিল বলে কম নম্বর দেওয়া হয়েছিল। তারা কিন্তু আজ প্রথিতযশা চিকিৎসক। কিন্তু সেই কোলে বসে পরীক্ষা নেওয়াটা যে এই জায়গায় দাঁড়াবে যেখানে উৎকোচ নিয়ে পাশ করানো হবে বা কারও থিসিস আটকে রাখা হবে যদি সে মুখ খুলতে সাহস দেখায়, এতটা আমি ভাবতে পারিনি। কিন্তু এখন হয়তো সেটা হচ্ছে।'
কাকলির এই মন্তব্যের পর রাজনৈতিক মহলের পাশাপাশি চিকিৎসক মহলের একাংশ সরব হয়। সাংসদের মন্তব্যের প্রতিবাদ করেছিল ইন্ডিয়ান সাইকিয়াট্রিক সোসাইটির রাজ্য শাখা। কাকলি ঘোষ দস্তিদারের মন্তব্য মহিলাদের জন্য অসম্মানজনক বলে দাবি করেছিলেন চিকিৎসকদের একাংশ।
ওই চ্যানেলের অপর একটি অনুষ্ঠানে ২৩ অগস্ট যোগ দিয়েছিলেন কাকলি ঘোষ দস্তিদার। যেখানে তিনি বলেন, '২০ বছর আগে আরজি করে এমন অত্যাচার হত যে ছাত্রীদের কোলে বসিয়ে পরীক্ষা নেওয়া হত। তখনও কিন্তু কিছু হয়নি। আমি পড়েছি ৫০ বছর আগে।' এই মন্তব্য নিয়ে বাম নেতা মহম্মদ সেলিম সহ আরও অনেকে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন। এবার নিজের মন্তব্যের প্রেক্ষিতে ক্ষমা চাইলেন কাকলি।