হলদিয়ায় সমবায় নির্বাচনে উড়ল সবুজ আবির, দাঁড়াতেই পারল না বিরোধীরা
এই সময় | ০২ সেপ্টেম্বর ২০২৪
স্থানীয় বিধায়ক ও সাংসদ দু’জনেই বিজেপির। সেই এলাকার সমবায় নির্বাচনে জয়জয়কার তৃণমূল কংগ্রেসের। হলদিয়া আরবান কো-অপারেটিভ সোসাইটির নির্বাচনে শাসক দলের সামনে দাঁড়াতেই পারল না বিরোধীরা। সব আসনই জিতে নেয় তৃণমূল কংগ্রেসের সমর্থিত প্রার্থীরা।রবিবার সকাল থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে হলদিয়া আরবান কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন হয়। হলদিয়া ও সুতাহাটা জোনে মোট আসন ছিল ৮ টি। আর সেই ৮টি আসনেই জয়লাভ করে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের সমর্থিত জয়ী প্রার্থীরা হলেন অনুপ গুড়িয়া, দীপঙ্কর দাস, জয়দেব গায়েন, মোহনলাল দাস, এসকে হাসিবুর রহমান, স্মৃতিকনা পাইক, তুষারকান্তি মণ্ডল ও চন্দন মণ্ডল।
নির্বাচনের পর বিজেপি সমর্থিত প্রার্থী সুভাষ খাটুয়া বলেন, ‘বিজেপি সমর্থিত প্রার্থীরা আটটি আসনের মধ্যে মোট চারটিতে প্রার্থী দিতে পেরেছিলেন। শাসকদলের লোকজন ভয় দেখানোর ফলে সব আসনে প্রার্থী দিতে পারেনি।’ অন্যদিকে, সমবায়ের প্রার্থী তথা তমলুক সাংগঠনিক জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি তুষার মণ্ডল বলেন, ‘দীর্ঘদিন ধরে সুন্দর ভাবে আমরা সমবায়টি পরিচালনা করে আসছি। ওঁরা প্রার্থী না পাওয়ায় আমাদের ওপর মিথ্যা অভিযোগ তুলছে। এই জয় মা-মাটি-মানুষের সরকারের জয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জয়।’ আগামীদিনে যাতে সমবায়ে উন্নয়ন ঘটে সেদিকে আমাদের সকলের নজর থাকবে বলে জানান তিনি।
উল্লেখ্য, হলদিয়া আরবান কো-অপারেটিভের হলদিয়া মহকুমায় মোট ৬টি জোন। যার মোট আসন ৩৩টি। পূর্বেই চারটি জোনে নির্বাচন ছাড়াই প্রার্থীরা মনোনীত হয়েছেন। তবে বোর্ড গঠনে ডাইরেক্টর এবং চেয়ারম্যান কে হবে সে নিয়েও এখন শাসক দলের বড় ধরনের উদ্বেগ রয়েছে। কারণ, ৩৩ জনের মধ্যে ১২ জন ডাইরেক্ট হিসাবে বিবেচিত হবেন। আর সেই ১২ জনের মধ্যে চেয়ারম্যান নির্বাচিত হবে। তবে তৃণমূল সমর্থিত প্রার্থীই চেয়ারম্যান হবে মনে করছেন তৃণমূল নেতৃত্বরা।
প্রসঙ্গত, গত জুলাই মাসেই পূর্ব মেদিনীপুরের কবিগুরু হোলসেল কনজিউমার্স কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পায় তৃণমূল কংগ্রেস। এই সমবায়ের মোট আসন সংখ্যা ৮টি। সেই ৮টি আসনে তৃণমূল কংগ্রেস সমর্থীত প্রার্থীরা মনোনয়ন জমা করলেও আর কোনও দলের তরফে মনোনয়ন জমা দেওয়া হয়নি।