১৪ বছর পর মিলল অ্যাডমিট, ‘ভাগ্য’ যাচাইয়ে পরীক্ষাকেন্দ্রে লম্বা লাইন
এই সময় | ০২ সেপ্টেম্বর ২০২৪
২০১০ সাল। মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি পদের জন্য পরীক্ষা দিয়েছিলেন অনেকেই। কিন্তু, প্যানেল প্রকাশ হয়নি। এরপর কেটে গিয়েছে ১৪টি বছর। সেই পরীক্ষার অ্যাডমিট কার্ড এল পরীক্ষার্থীদের। সরকারি চাকরির আশায় পরীক্ষাকেন্দ্রে ছুটলেন পরীক্ষার্থীরা।১৪ বছর পর পরীক্ষা দিয়ে কি সরকারি চাকরির শিকে ছিঁড়বে? এই প্রশ্নকে সাঙ্গ করেই রবিবার মাদ্রাসা সার্ভিস কমিশনের 'গ্রুপ ডি' বিভাগের চাকরির পরীক্ষা দিতে পরীক্ষা কেন্দ্রে পৌঁছেছেন পরীক্ষার্থীরা। ২০১০ সালে বাম আমলের শেষের দিকে মাদ্রাসা সার্ভিস কমিশনের তরফে গ্রুপ ডি পর্যায়ে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়। কিন্তু আইনি জটিলতায় সেই নিয়োগ স্থগিত হয়ে যায়। দীর্ঘ আইনি লড়াই শেষে গত মে মাসে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ১০ সেপ্টেম্বরের মধ্যে ওই পরীক্ষা নেওয়ার ব্যাপারে নির্দেশ দেয়।
আদালতের নির্দেশে ১৪ বছর আগের অসমাপ্ত সেই পরীক্ষা এদিন শুরু হয়েছে। বাঁকুড়া শহরের একটি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে আসা ইন্দাসের সুশান্ত কুমার বাগদী বলেন, ‘২০১০ এ এই চাকরীর আবেদন করেছিলাম। এখন আমার বয়স ৪৩ বছর দু'মাস। কী হবে জানি না!’ নতুন করে সুযোগ পেয়ে পরীক্ষা দিতে এসেছেন বলে জানান তিনি। একই কথা বলেন, সোনামুখীর অজয় ব্যানার্জী, সবিতা মোদকরা। তাঁরা বলেন, ‘কোন ধরণের প্রস্তুতি নেই, ডাক পেয়েছি তাই পরীক্ষা দিতে এসেছি’
অনেক পরীক্ষার্থী ২০১০ সালের সেই পরীক্ষার কথা ভুলেও গিয়েছিলেন। সরকারি চাকরির আশা ছেড়ে দিয়ে অনেকেই ভিন্ন পেশায় যুক্ত হয়ে গিয়েছেন। পড়াশোনার সঙ্গে দূর দূরান্ত পর্যন্ত সম্পর্ক নেই অনেকেরই। তবে, সরকারি চাকরির সুযোগ কে হাতছাড়া করে? নতুন করে চাকরির আশা করছেন অনেকেই। স্বচ্ছভাবে নিয়োগ হলে অনেকেরই ভাগ্যের চাকা ঘুরতে পারে বলেও মনে করছেন অনেকে।