শাহজাদ হোসেন, ফরাক্কা: মূক-বধির যুবকের পেটে ৯ টি পিন! বিরল অস্ত্রোপচারে তা বের করে নজির গড়ল সামশেরগঞ্জের নার্সিংহোম। বর্তমানে বিপন্মুক্ত যুবক।
জানা গিয়েছে, মালদহের কালিয়াচকের বাসিন্দা ওই মূক-বধির যুবকের নাম হায়দার শেখ। বেশ কিছুদিন ধরেই পেটের সমস্যায় ভুগছিলেন যুবক। বহু জায়গায় চিকিৎসা করেও কাজের কাজ কিছুই হচ্ছিল না। এক্স-রে করেও কিছুই পাওয়া যাচ্ছিল না। দিন তিনেক আগে সমশেরগঞ্জের ডাকবাংলা সংলগ্ন এলাকার নার্সিংহোমের চিকিৎসক সামিউল্লাহ লস্করের কাছে যান যুবক। এর পরই প্রকাশ্যে আসে বিষয়টা। এক্স-রে করতেই দেখা যায় পেটের বিভিন্ন অংশে পিন।
পরিবারের লোকজনের সঙ্গে পরামর্শ করে তড়িঘড়ি অপারেশনের ব্যবস্থা করেন চিকিৎসক। তিনি জানান, ‘মাল্টিপিল নিডিল রিমুভ ফ্রম এবডোমিনাল ওয়াল’ নামক অপারেশনের মাধ্যমে যুবকের পেটের বিভিন্ন অংশে গেঁথে থাকা ৯ টি পিন বের করা হয়েছে। যা একপ্রকার নজিরবিহীন। যদিও কীভাবে তার পেটে এই পিন প্রবেশ করেছে তা স্পষ্ট নয় চিকিৎসকদের কাছেও। জানা গিয়েছে, ৯ পিন বের করার পর বর্তমানে সুস্থ হায়দার শেখ। ওই যুবককে সুস্থ করে তুলতে পেরে খুশি ডিডিএইচ নার্সিংহোমের ডাক্তারবাবু সামিউল্লাহ লস্কর, ডিডিএইচের এমডি মোস্তাক আজাদ ওরফে পাপ্পু-সহ অন্যান্য কর্মকর্তারা।