• কৌশিকী অমাবস্যা উপলক্ষ্যে ছিন্নমস্তা মন্দিরে বিশেষ পুজো
    বর্তমান | ০২ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: কৌশিকী অমবস্যা উপলক্ষ্যে বর্ধমানে সবুজ সঙ্ঘের পাশে ছিন্নমস্তা মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। বিশেষ হোমযজ্ঞর আয়োজন করা হয়েছে। আজ সোমবার, বিকেলে ঘট উত্তোলন করা হবে। ঘট আনার পর পুজো শুরু হয়ে যাবে। রাতের দিকে পুস্পাঞ্জলি দেওয়া যাবে। পরের দিন মঙ্গলবার সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মন্দির কমিটির পক্ষে সাধন দাস বলেন, এটা বাৎসরিক পুজো। বহু বছর ধরে পুজো হয়ে আসছে। পুজো দেওয়ার জন্য পুণ্যার্থীরা লাইন দেন। এদিন সর্বমঙ্গলা মন্দিরেও বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। সর্বমঙ্গলা ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, বিকেল ৪.৩০ মিনিট থেকে পুজো শুরু হবে। সন্ধ্যা ৭টা নাগাদ যজ্ঞ শুরু হবে। পুজোর শেষে প্রসাদ বিতরণ করা হবে। পুজো উপলক্ষ্যে এই মন্দিরেও ভিড় উপচে পড়বে। স্থানীয় বাসিন্দারা বলেন, কৌশিকী অমাবস্যার বিশেষ তিথিতে অনেকেই তারাপীঠে পুজো দিতে যান। এদিন ভিড় উপচে পড়ে। জেলার অন্যান্য মন্দিরগুলিতেও বিশেষ পুজোর ব্যবস্থা করা হয়। অনেকেরই বিশ্বাস রয়েছে, বিশেষ তিথিতে পুজো দিতে পারলে মনের কামনা পূরণ হয়। 
  • Link to this news (বর্তমান)