• কালনা মহকুমাজুড়ে পুলিস দিবস পালন
    বর্তমান | ০২ সেপ্টেম্বর ২০২৪
  • সংবাদদাতা, কালনা: রবিবার পুলিস দিবস উপলক্ষ্যে কালনা মহকুমাজুড়ে পুলিস ও জিআরপির উদ্যোগে একাধিক কর্মসূচি পালন করা হল। মূল অনুষ্ঠানটি হয় কালনা স্টেশনে জিআরপি অফিস চত্বরে। এদিন শিশুদের বসে আঁকো সহ নাচ, গান ও স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। ট্রেনে ও স্টেশন চত্বরে হারিয়ে যাওয়া ১০টি মোবাইল উদ্ধার করে মোবাইলের মালিকদের হাতে তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন কাটোয়া আইআরপি আবদুস সামাদ, কালনা জিআরপি ওসি রফিকুল ইসলাম।এছাড়াও এদিন নাদনঘাট থানায় হাজির হয়ে পুলিস কর্মীদের হাতে গোলাপ ও মিষ্টি তুলে দেন এলাকার বিধায়ক তথা মন্ত্রী স্বপন দেবনাথ। স্বপনবাবু বলেন, পুলিসের ধৈর্য্য, অক্লান্ত পরিশ্রম ও কর্মের প্রতি দায়বদ্ধতায় আমরা নিরাপদে থাকতে পারি। পুলিসের কাছে আবেদন দলমত নির্বিশেষে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে কোনও পক্ষপাতিত্ব নয়। কালনা থানার উদ্যোগেও পুলিস কর্মীরা এসটিকেকে রোডে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালনে র‌্যালি করেন।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)