• পুজোয় নিরাপত্তা: শহরের পাশাপাশি গ্রামেও টহল দেবে পুলিস
    বর্তমান | ০২ সেপ্টেম্বর ২০২৪
  • সংবাদদাতা, ময়নাগুড়ি: দুর্গাপুজোয় কড়া নজরদারি করবে ময়নাগুড়ি ব্লকে প্রশাসন। সকলের পুজো যেন ভালোভাবে কাটে, সে জন্য তত্পর পুলিস। ময়নাগুড়ি শহর এবং গ্রামীণ এলাকায় চালানো হবে নজরদারি। এ বছর শহর ও গ্রামীণ এলাকায় পুলিসের পেট্রোলিং থাকবে, তেমনই গ্রামীণ এলাকাগুলিতে চলবে নজরদারি। ময়নাগুড়ি ব্লকে গতবছর ১৯৩টি দুর্গাপুজো হয়েছিল। এবছর সেই সংখ্যা বাড়তে পারে। প্রায় ১৭ কিমি দূর রামশাই, ৭ থেকে ৮ কিমি দূর আমগুড়ি, প্রায় ২০ কিমির দূর পদমতি- ২ গ্রাম পঞ্চায়েত, ১৫ কিমির দূর পদমতি-১ গ্রাম পঞ্চায়েত এলাকা প্রচুর মানুষ পুজোর চারদিন শহরে আসেন। অনেক রাত পর্যন্ত ঠাকুর দেখে তারা গ্রামে ফিরে যান। সেজন্য প্রতিবছর ময়নাগুড়ির ট্রাফিক মোড় সংলগ্ন এলাকায় পুলিস অ্যাসিস্ট্যান্ট বুথ বসে। এবার ট্রাফিক পুলিসের পক্ষ থেকে শহর এলাকার বেশ কয়েকটি স্থানে ড্রপগেট করা হবে। বিবেকানন্দ পল্লি, সিনেমাহল মোড়, শ্মশানঘাট মোড়, হসপিটালপাড়া ভিআইপি মোড়, স্টেশন মোড়, সুভাষ নগর স্কুল মোড় সংলগ্ন এলাকায় থাকবে ড্রপগেট। মহিলাদের স্পেশাল টিম বিভিন্ন জনবহুল এলাকায় পেট্রোলিং শুরু করেছে। বিভিন্ন পার্ক, হাসপাতাল, স্কুল, কলেজ , স্টেশন সহ বিভিন্ন এলাকায় টহল শুরু হয়েছে। এসপি খন্ডবাহালে উমেশ গণপত বলেন, পুজোয় আমারা স্পেশাল ব্যবস্থা রাখছি। স্পেশাল মোবাইল পেট্রোলিং ভ্যান থাকবে। বাইরে থেকেও ফোর্স আসবে।
  • Link to this news (বর্তমান)