• ডেঙ্গু-ম্যালেরিয়া রুখতে দুর্গাপুজোয় পুরসভার স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল
    বর্তমান | ০২ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মশাবাহিত রোগ প্রতিরোধে বছরের শুরু থেকেই ময়দানে নেমেছে কলকাতা পুরসভা। ফলে এবার শহরে ডেঙ্গুর প্রকোপ তুলনামূলক কম। তবে এখনও পড়ে গোটা উৎসবের মরশুম। এই সময় ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশি হয়। তাই প্রতিবারের মতো এবারও পুরসভার স্বাস্থ্যবিভাগের কর্মীদের এই সয়ে ছুটি বাতিল করা হচ্ছে। নিয়মিত ডিউটিতে থাকবেন পুর-চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মী, পতঙ্গবাহিত রোগ সামলানোর প্রশিক্ষিত কর্মীরা। 

    অন্যান্য বছর ডেঙ্গু-ম্যালেরিয়ার প্রকোপে উৎসবের এই সময় জেরবার হতে হয় স্বাস্থ্যকর্তাদের। ডেঙ্গুতে মৃত্যুর একাধিক খবর আসতে শুরু করে।  সেই তুলনায় এবার এখনও পর্যন্ত পরিস্থিতি অনেকটাই আশাপ্রদ। পুরসভার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সুব্রত রায়চৌধুরী জানিয়েছেন, গত বছর ১ জানুয়ারি থেকে ২৫ আগস্ট পর্যন্ত শহরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ১৪৬০ জন। এবার সেই জায়গায় এই সময়কালে আক্রান্তের সংখ্যা মাত্র ৩১২, যা গত বছরের তুলনায় ৭৭.৮৩ শতাংশ কম। তবে পুরকর্তারা বলছেন, আত্মতুষ্টির কোনও জায়গা নেই। মাঝেমধ্যে বৃষ্টি হচ্ছে। ফলে অন্তত ১৫ অক্টোবর পর্যন্ত (দুর্গাপুজো পড়েছে এর মধ্যেই) কোনও গাফিলতি দেওয়া যাবে না। পুজোর দিনগুলিতে ডেঙ্গু ও ম্যালেরিয়া মোকাবিলায় সমস্ত পুর-স্বাস্থ্যকেন্দ্র খোলা রাখার নির্দেশ দিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। 
  • Link to this news (বর্তমান)