• বনসৃজনে পুরস্কৃত ব্লকেই নির্বিচারে কাটা পড়ছে গাছ
    বর্তমান | ০২ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: দুপুর দু’টো। শাসনের খড়িবাড়ি-বাদু রোড। দিনকয়েক আগে চার ব্যক্তি গাছ কাটছিলেন। স্থানীয়রা সরব হলেন। পুলিস এসে গাছ কাটা আটকাল। কীর্তিপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণমাটি। সরকারি জায়গায় থাকা গাছ কাটা চলছে। মানুষের নজর এড়াতে কেটেই ইঞ্জিন ভ্যানে করে পাচার চলছিল। পুলিস খবর পেয়ে গিয়ে আটকায়। একটা সময় সবুজ সবুজে ঘেরা ছিল বারাসতের দু’নম্বর ব্লক। সবুজায়নের জন্য ১৯৯৫ ও ২০০৬ সালে বনসৃজনের পুরষ্কারও পায়। কিন্তু তারপর বৃক্ষরোপণ সেভাবে তো হয়নি উল্টে রোজই কাটা পড়েছে বড় বড় গাছ। এবার নির্বিচারে গাছ নিধন আটকাতে সরব হলেন বাসিন্দারা। জেলার বনদপ্তর, পূর্তদপ্তরে অভিযোগও দায়ের করেছেন। জেলাশাসকের কাছেও অভিযোগ জানাতে চলেছেন। পাশাপাশি বৃক্ষরোপণের আবেদনও জেলা প্রশাসনের কাছে জমা দিলেন বাসিন্দারা। বারাসত দু’নম্বর ব্লকের সিংহভাগ জায়গা এখন ভেরিতে পরিণত। চাষের জমিকে ভেরি বানিয়ে হয় মাছ চাষ। কোথাও সরকারি জায়গাতেও ভেরি তৈরি হয়েছে বলে অভিযোগ। এ ব্লক একদা ভরে থাকত গাছে। উমফুন সহ একাধিক ঘূর্ণিঝড়ে বহু গাছ উপড়ে পড়ে। তবে মূল সমস্যা লুকিয়ে অন্য জায়গায়। বেআইনি পথে গাছ কেটে বিক্রি করে দেওয়ার লাগাতার অভিযোগ ওঠে রোজই। এক শ্রেণির প্রভাবশালীর মদতে রোজই নির্বিচারে বৃক্ষনিধন হয় বলে ক্ষুব্ধ ব্লকের বাসিন্দারা। তাঁদের বক্তব্য, প্রশাসন তৎপর হলে নির্বিচারে গাছ কাটা আটকানো যায়। কিন্তু প্রভাবশালীদের ভয়ে প্রশাসনিক আধিকারিকরা দেখেও দেখেন না। পিডব্লুডি’র জায়গায় শাসন, গোলাবাড়ি, আমিনপুর, দাদপুর, কীর্তিপুর সহ বিভিন্ন এলাকা এককালে সবুজ ছিল। রাস্তার দু’ধারে ইউক্যালিপটাস, অশ্বত্থ, আম সহ একাধিক গাছ ছিল। রোদ, বৃষ্টিতে মানুষ আশ্রয় পেতেন। এখন সব কেটে নিয়েছে অসাধু এক শ্রেণির মানুষ। স্থানীয় বাসিন্দা তথা পেশায় শিক্ষক কুতুবউদ্দিন আহমেদ গাছ কাটার বিরুদ্ধে অভিযোগ দায়ের করায় মুখ্য ভূমিকা নিয়েছেন। তিনি বলেন, ‘আস্ত গাছ কেটে বিক্রি হচ্ছে। সরকারের উচিত বারাসত ব্লকে অবিলম্বে বনসৃজন করা।’ একই কথা ষাটোর্ধ্ব বরুণ রানার। তিনি বলেন, ‘ঘটা করে ঘোষণা হলেও বৃক্ষরোপণ সেভাবে হয় না। টাকি রোডে নামমাত্র কিছু গাছ বসানো হয়েছে শুধু।’ উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ এ কে এম ফারহাদ বলেন, ‘বেআইনিভাবে গাছ কাটলে প্রশাসন উপযুক্ত পদক্ষেপ নিচ্ছে। আমাদের লক্ষ্য, জেলাজুড়ে বৃক্ষরোপণ। সেই মতো কাজ করেছি।’  (শাসনে এভাবেই কাটা হচ্ছে গাছ - নিজস্ব চিত্র)
  • Link to this news (বর্তমান)