বিশ্বের দীর্ঘতম সাঁতার প্রতিযোগিতায় প্রথম প্রত্যয় ভট্টাচার্য
আজকাল | ০২ সেপ্টেম্বর ২০২৪
আজকাল ওয়েবডেস্ক : মুর্শিদাবাদ জেলাতে অনুষ্ঠিত বিশ্বের দীর্ঘতম সাঁতার প্রতিযোগিতার ৭৮তম বর্ষে ৮১ কিলোমিটার বিভাগে প্রথম স্থান অধিকার করলেন প্রত্যয় ভট্টাচার্য। রবিবার ভোর ৫ টা নাগাদ মুর্শিদাবাদের আহিরণ ঘাট থেকে এই প্রতিযোগিতার সূচনা হয়। আজ বিকেলে বহরমপুরে কে এন কলেজ ঘাটের কাছে এসে এই প্রতিযোগিতা শেষ হয়। ৮১ কিলোমিটার বিভাগে মোট ৯ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন।
৮১ কিলোমিটার বিভাগে এই প্রতিযোগিতার শেষ করতে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার ছেলে প্রত্যয়ের সময় লেগেছে প্রায় ১০ ঘন্টা ৫২ মিনিট। গত বছরও ৮১ কিলোমিটার বিভাগে কলকাতার একটি ব্যাঙ্কে কর্মরত প্রত্যয় প্রথম স্থান অধিকার করেছিল। ৮১ কিলোমিটার বিভাগে দ্বিতীয় স্থান দখল করেছে পশ্চিমবঙ্গের তপু সরকার এবং তৃতীয় হয়েছেন মহারাষ্ট্রের পার্থ সন্দীপ হাতাঙ্কর।
অন্যদিকে এই সাঁতার প্রতিযোগিতার ১৯ কিলোমিটার পুরুষ ও মহিলাদের প্রতিযোগিতা দুপুর দু'টো নাগাদ জিয়াগঞ্জ সদরঘাটে শুরু হয়। সেটিও বিকাল নাগাদ কে এন কলেজের ঘাটে এসে শেষ হয়। এই প্রতিযোগিতার ১৯ কিলোমিটার পুরুষ বিভাগে প্রথম হয়েছে গৌরব কাবেরী। গত বছরও গৌরব এই বিভাগে প্রথম হয়েছিল। ১৯ কিলোমিটার পুরুষ বিভাগে দ্বিতীয় হয়েছেন ভেদান্ত যোগেশ গাডাখ, তৃতীয় স্থান অধিকার করেছেন ত্রিপুরার নয়ন দে।
মহিলাদের ১৯ কিলোমিটার বিভাগে প্রথম হয়েছেন ব্যারাকপুরের বাসিন্দা , স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী বিশাখা ধারা। দ্বিতীয় স্থান অধিকার করেছেন অস্মিতা কর্মকার এবং তৃতীয় স্থান অধিকার করেছেন ঈশিতা সাহা। গত বছর মহিলা বিভাগে বিশাখা ধারা দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন।
প্রতিযোগিতার তিন বিভাগের প্রথম স্থানাধিকারীরা বলেন, মুর্শিদাবাদ জেলাতে এই প্রতিযোগিতার জন্য তারা দীর্ঘদিন কঠোর পরিশ্রম করেছেন। তবে এবারের প্রতিযোগিতাতে বিদেশের কোনও প্রতিযোগী না থাকায় তারা যথেষ্টই হতাশ হয়েছেন। তারা আশাবাদী আগামী বছর পুনরায় বিদেশের প্রতিযোগীদেরকে এই সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে দেখা যাবে।