• ‘জনগণ এদের মাংসের দোকানে উলটো করে ঝুলিয়ে রাখবে’
    হিন্দুস্তান টাইমস | ০২ সেপ্টেম্বর ২০২৪
  • ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান থেকে আরজি করকাণ্ড নিয়ে দলের নেতা - কর্মীদের পালটা ‘ফোঁস’ করতে নির্দেশ দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পর থেকে রাজ্যজুড়ে বিভিন্ন জায়গায় ‘ফোঁস’ সভার আয়োজন করেছে তৃণমূল। আর তেমনই একটি সভা থেকে এবার বাড়ির – মা বোনেদের ছবি বিকৃত করে দেওয়ালে টাঙিয়ে দেওয়ার হুমকি দিলেন এক তৃণমূল নেতা। অশোকনগর – কল্যাণগড় পুরসভার তৃণমূলি কাউন্সিলরের স্বামীর এহেন মন্তব্য সমাজে নিন্দার ঝড় উঠেছে। এব্যাপারে মুখে কুলুপ এঁটেছে তৃণমূল।

    রবিবার সন্ধ্যায় অশোকনগরে আরজি কররে নির্যাতিতার বিচারের দাবিতে অবস্থান বিক্ষোভের আয়োজন করেছিল তৃণমূল। সেখানেই অশোকনগর – কল্যাণগড় পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিল স্বামী অতীশ সরকার বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেসবুকে আপনি ব্যক্তি-কুৎসা করছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের চরিত্র নিয়ে গালাগালি করছেন। আপনার বাড়ির মা - বোনের ছবি বিকৃত করে আপনার বাড়ির দেওয়ালে টাঙিয়ে দিয়ে আসব। সাবধান হয়ে যান। রাজপথে তৃণমূল কংগ্রেস ধৈর্য নিয়ে বসে আছে। আমরা যদি পাড়ায় পাড়ায় সকাল – সন্ধে একটু ফোঁস করি পারবেন তো বাড়ি থেকে বেরোতে?’

    এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। তিনি বলেন, ‘মাংসের দোকানে পাঁঠা যে ভাবে ঝুলিয়ে রাখা হয়, আগামীদিনে মানুষ এদের সেভাবে ঝুলিয়ে রাখবে। রাজনীতিতে এই ধরণের কথা বলার অধিকার এরা কোথা থেকে পেয়েছে? সরকারের উচিত এদের গ্রেফতার করা। এই সরকারকে উৎখাত করতে বিরোধী দল লাগবে না। এদের উৎখাত করতে এরকম কয়েকটা জানোয়ারই যথেষ্ট। রাজ্যটাকে এরা গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে। এরা যদি এখুনি না শোধরায় মানুষ এদের দেখলেই মারবে। আমি তো মারবই মারব।’
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)