প্রবল বৃষ্টিতে চক্ররেলের লাইন বার বার জলমগ্ন হওয়ার ঘটনায় উদ্বিগ্ন পূর্ব রেল। গত দু’সপ্তাহে বিভিন্ন সময়ে বৃষ্টির ফলে রেললাইনে এক থেকে দেড় ফুট জল জমে যাওয়ায় ওই পথে ট্রেন চলাচল বন্ধ রাখতে হয়েছে। পূর্ব রেল কর্তৃপক্ষের দাবি, নিকাশি পাম্প ব্যবহার করেও সব ক্ষেত্রে পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না। সমস্যা মেটাতে স্থানীয় পুর প্রশাসনের সক্রিয় সহযোগিতা চেয়েছেন তাঁরা।
রেল সূত্রের খবর, জল জমার কারণে বি বা দী বাগ থেকে বাগবাজার পর্যন্ত চক্ররেল পরিষেবা ব্যাহত হওয়া ছাড়াও কলকাতা স্টেশন থেকেও দূরপাল্লার ট্রেন চলাচল বিঘ্নিত হচ্ছে। কলকাতা স্টেশন সংলগ্ন বিদ্যানগর সেতু, দক্ষিণদাঁড়ি এলাকার ২০ নম্বর সেতু এবং মল্লিকঘাট এলাকায় জল জমার সমস্যা সবচেয়ে তীব্র। অভিযোগ, বিদ্যানগর সেতু এলাকায় বসতি এলাকার নিকাশির জল রেলের লাইনের দিকে চলে আসায় ওই অংশে কলকাতা স্টেশনে প্রবেশের সাধারণ লাইন জলমগ্ন হচ্ছে। নিকাশির সমস্যা রয়েছে মল্লিকঘাট এলাকাতেও। সমস্যা মেটাতে নিকাশি সংস্কারে জোর দিতে বলেছে রেল।