• পুজোর আগেই ময়নাগুড়িতে টোটো চিহ্নিতকরণের কাজ সম্পূর্ণ হবে, জানাল পুরসভা
    বর্তমান | ০২ সেপ্টেম্বর ২০২৪
  • সংবাদদাতা, ময়নাগুড়ি: পুজোর আগেই ময়নাগুড়ি শহর এলাকার টোটো চিহ্নিতকরণ হয়ে যাবে। জানালেন, ময়নাগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান মনোজ রায়। ইতিমধ্যেই ময়নাগুড়ি পুরসভার তরফে শহর এলাকার টোটো চালকদের ফর্মও দেওয়া হয়ে গিয়েছে। এই ফর্ম পূরণ করে টোটো চালকদের পুরসভা অফিসে জমা দিতে হবে। সেই প্রক্রিয়াও চালু হয়ে গিয়েছে। এই ফর্ম অনুযায়ী প্রত্যেক টোটো চালককে এলাকা ভিত্তিক স্টিকার দেওয়া হবে পুরসভার পক্ষ থেকে। ময়নাগুড়ি পুরসভা চাইছে শহর এলাকা ও গ্রামীণ এলাকার টোটো চিহ্নিতকরণ করতে। এই শহর এলাকায় ঠিক কত টোটো রয়েছে তার সঠিক হিসাব ময়নাগুড়ি পুরসভার কাছেও নেই। এদিকে শহরে বিভিন্ন এলাকার টোটো নিত্যদিনই চলে আসছে। ফলে প্রায় রোজই যানজট লেগে থাকছে। সেই সমস্যা দূর করতেই পুরসভার এই উদ্যোগ বলে জানা গিয়েছে।

     
  • Link to this news (বর্তমান)