• কৌশিকী অমাবস্যায় তারাপীঠে ভক্তদের ঢল
    বর্তমান | ০২ সেপ্টেম্বর ২০২৪
  • সংবাদদাতা, রামপুরহাট: কৌশিকী অমাবস্যার তিথি শুরু হতেই তারাপীঠে ভক্তের ঢল। তারাপীঠে এই তিথিতেই শ্বেতশিমুল বৃক্ষের নীচে সাধনা করে মা তারার দর্শন পেয়ে সাধনায় সিদ্ধিলাভ করেছিলেন সাধক বামদেব। সেই থেকেই কৌশিকী অমাবস্যা পালিত হয়ে আসছে তারাপীঠে। এই দিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারাপীঠের মহাশ্মশানে তন্ত্র সাধনা করতে আসেন বহু তন্ত্রসাধক। মহাশ্মশানে জ্বলতে থাকে হাজার হাজার হোমকুণ্ড। কথিত আছে, বিশেষ এই দিনে তারাপীঠ মহাশ্মশান সংলগ্ন নদীতে স্নান করে মা তারাকে পুজো দিলে পুণ্য লাভ হয়। অশুভ শক্তিকেও বিনাশ করা যায়। পাশাপাশি তন্ত্রসাধনার ক্ষেত্রেও কৌশিকী অমাবস্যার বিশেষ গুরুত্ব রয়েছে। তন্ত্র সাধকদের অনেকেরই দাবি, এই তিথির এক বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরকের দ্বার কিছুক্ষণের জন্য খুলে হয়। সেই সময় সাধক নিজেদের ইচ্ছামতো ধনাত্মক অথবা ঋণাত্মক শক্তি নিজেদের সাধনার মধ্যে চালিত করে সিদ্ধি লাভ করতে পারেন। ইতিমধ্যেই কৌশিকী অমাবস্যার পুন্য তিথি শুরু হয়ে গিয়েছে। অমাবস্যা স্থায়ী হবে আগামী মঙ্গলবার সকাল ৬টা ৩১ মিনিট পর্যন্ত। কৌশিকী আমাবস্যার নিশি বা ব্রত পালন করা হবে আজ, সোমবার। ইতিমধ্যেই প্রচুর ভক্তরা ভিড় জমিয়েছেন তারাপীঠ। অন্যদিকে, এদিন সকালে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে পুজো দেন বিধানসভার ডেপুটি স্পিকার তথা টিআরডিএ চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায়। এই বিশেষ তিথিতে পুণ্যার্থীদের সম্ভাব্য ভিড় নিয়ন্ত্রণ করার জন্য পূর্ব রেলওয়ের হাওড়া ডিভিশন সোমবার, মঙ্গলবার এবং বুধবার হাওড়া-রামপুরহাট এবং রামপুরহাট-হাওড়ার জন্য বিশেষ ট্রেন চালানোর ব্যবস্থা করেছে।
  • Link to this news (বর্তমান)