• বাবুঘাটে শ্যুটআউট, গুলিবিদ্ধ লরি চালক, গ্রেপ্তার ২
    বর্তমান | ০২ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বালি ভর্তি লরি নিয়ে দরদাম। আর তার জেরেই রাতের কলকাতায় চলল গুলি। ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন এক লরি চালক। তাঁর আঘাত গুরুতর বলে জানা গিয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি। ঘটনাটি ঘটেছে বাবুঘাটের বাজেকদমতলা ঘাটে। পুলিস সূত্রে খবর, বাজেকদমতলার কোহিনুর মার্কেট এলাকায় বালিভর্তি লরি নিয়ে যাচ্ছিলেন লরি চালক। বালি কেনার জন্য লরির মালিকের সঙ্গে ৩৩ হাজার টাকায় রফা হয়েছিল। অভিযোগ, ফোনে ৩৩ হাজার টাকা দেওয়ার কথা বললেও লরি পৌঁছলে চালককে ২৮ হাজার টাকা দেওয়া হয়। এরপরই শুরু হয় গোলমাল। সেই সময় লরির চালককে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। পরে দর কষাকষি নিয়ে বচসা চরমে উঠতেই বন্দুক বের করে অভিযুক্ত টিঙ্কু। চালককে লক্ষ্য করে পরপর ৪ রাউন্ড গুলি চালিয়ে দেয়। গুলিবিদ্ধ হন লরিচালক কান্তি সিং। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদিকে, গুলি চালানোর পরই অকুস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত। তাঁর সঙ্গে ছিল আরিফ, আসিফ এবং দানিশ নামের তিন যুবকও। তাদের মধ্যে আসিফ এবং আরিফকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে ময়দান থানার পুলিস। তবে মূল অভিযুক্ত এখনও অধরা। ধৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। শুরু হয়েছে তদন্ত। ওই এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।
  • Link to this news (বর্তমান)