লালবাজার অভিযান Live Update: মিছিলে পুলিশি বাধা, রাস্তায় বসে পড়লেন জুনিয়র ডাক্তাররা
প্রতিদিন | ০২ সেপ্টেম্বর ২০২৪
আর জি কর কাণ্ডের প্রতিবাদে ফুঁসছে গোটা বাংলা। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে লালবাজার অভিযানে জুনিয়র চিকিৎসকরা। ডাক্তারদের রুখতে লোহার ব্যারিকেডে ঘিরে ফেলা হয়েছে কলকাতা পুলিশের সদরদপ্তর। প্রতিমুহূর্তের আপডেট পেতে নজর রাখুন সংবাদ প্রতিদিন ডিজিটালে।
বিকেল ৫.১০: পুলিশকে ১০ মিনিট সময়সীমা বেঁধে দিলেন জুনিয়র চিকিৎসকরা। অন্যথায় সিপি-কে এসে কথা বলার দাবি।
বিকেল ৪.৩৬: পুলিশি বাধার মুখে ফিয়ার্স লেনে বসে পড়লেন আন্দোলনর জুনিয়র চিকিৎসকরা। তাঁদের দাবি, যেতে দিতেই হবে।
বিকেল ৪.৩৩: ফিয়ার্স লেনে ডাক্তারদের মিছিলে বাধা পুলিশের। জুনিয়র ডাক্তাররা বলেন, ‘কোনও ঝামেলা করব না, যেতে দিন’।
বিকেল ৪.৩০: বি বি গাঙ্গুলি স্ট্রিটে পোড়ানো হল প্রতীকী শিরদাঁড়া।
বিকেল ৪.২২: মিছিল পৌঁছে গিয়েছে বউবাজার এলাকায়। স্লোগানে স্লোগানে বিচারের দাবিতে সরব জুনিয়র চিকিৎসকরা।
বিকেল ৪.০৫: লালবাজারের দিকে এগোচ্ছে মিছিল। পুলিশে পুলিশে ছয়লাপ এলাকা।
দুপুর ২.২০: জুনিয়র চিকিৎসকদের মিছিলে শামিল হলেন কামদুনির প্রতিবাদী টুম্পা কয়াল। কামদুনি মামলার তদন্তের দায়িত্বেও ছিলেন বিনীত গোয়েল। টুম্পাদের কথায়, কোনও কামদুনির মতো পরিণতি যেন আর জি কর মামলার না হয়।
দুপুর ২.০৫: কলেজ স্কোয়ার থেকে মিছিল শুরু জুনিয়র চিকিৎসকদের।
দুপুর ১.৪০: বিবি গাঙ্গুলি স্ট্রিটে বন্ধ যান চলাচল। লাঠি-কাঁদানে গ্যাস হাতে প্রস্তুত বিশাল পুলিশ বাহিনী।
দুপুর ১.৩৫: লালবাজার অভিযান ঘিরে অশান্তির আশঙ্কা। জুনিয়র ডাক্তারদের রুখতে ‘লৌহকপাট’ কলকাতা পুলিশের। ফিয়ার্স লেন, বউবাজার-সহ সহ বেশ কয়েকটি পয়েন্টে ৯ ফুট উচ্চতার লোহার ব্যারিকেড করে দেওয়া হয়েছে। ব্যারিকেড বাঁধা হয়েছে বিশাল শিকলে।
দুপুর ১.৩০: আর কিছুক্ষণের অপেক্ষা। ঘড়ির কাঁটায় দুপুর ২ টোয় কলেজ স্কোয়ার থেকে মিছিল করে লালবাজারের দিকে রওনা হবেন জুনিয়র চিকিৎসকরা।
Link to this news (প্রতিদিন)