• বারাকপুরে ডাকাতির ঘটনায় আগামী শুক্রবার রায়দান
    বর্তমান | ০৩ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: গত বছর ২৪মে বারাকপুরে ডাকাতদের গুলিতে নিহত নীলাদ্রি সিংয়ের মামলায় রায়দান স্থগিত রাখলেন তৃতীয় এডিজে অয়ন কুমার বন্দ্যোপাধ্যায়। আজ, সোমবার দীর্ঘ আইনি বাগবিতণ্ডার পর এই সিদ্ধান্তই নেওয়া হয়। আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় বিভিন্ন রাজ্যের হাইকোর্ট এবং সুপ্রিমকোর্টের ১৭টি মামলার রায় উল্লেখ করেন। তিনি বিরলতম এই খুনের জন্য দোষী পাঁচ জনের ফাঁসি দেওয়ার আবেদন জানালেন। অপরদিকে, দোষীদের পক্ষের আইনজীবী বিক্রম সিংয়ের দাবি, এটি বিরলতম নয়। এর পক্ষে তিনি নানান যুক্তিও খাড়া করেন। পাশাপাশি কিছু রায়ের কথাও উল্লেখ করেন। শেষে দু’পক্ষের বাগবিতণ্ডার পর বিচারক রায়দান স্থগিত রেখে তিনদিন সময় নেন। আগামী শুক্রবার দ্বিতীয়ার্ধ্বে রায়দান হবে জানিয়ে দিলেন তিনি। এদিন নিহত নীলাদ্রি সিংয়ের বাবা নীলরতন সিং আদালতে উপস্থিত ছিলেন। তিনি বলেন, আমি চাই আমার ছেলের নৃশংস হত্যাকাণ্ডের দোষী পাঁচ জনের ফাঁসি হোক। এই বিচার প্রক্রিয়াকে কেন্দ্র করে এদিন বারাকপুর আদালতে ব্যাপক নিরাপত্তা ছিল।
  • Link to this news (বর্তমান)