বুধে ফের ‘রাত দখল’, তরুণী চিকিৎসকের বাবা বললেন ‘পাশে আছি’
প্রতিদিন | ০৩ সেপ্টেম্বর ২০২৪
অর্ণব দাস, বারাকপুর: ১৪ আগস্টের পর আবার ৪ সেপ্টেম্বর। ফের ‘রাত দখলে’র ডাক আমজনতার। ৫ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানি। তার আগের রাতে ফের রাস্তায় নামছে মৃতা তরুণী চিকিৎসকের সহ নাগরিকরা। আন্দোলনকারীদের পাশে রয়েছে নিহত তরুণী চিকিৎসকের পরিবারও। এমনই বার্তা দিয়েছেন মৃতার বাবা। সূত্রের দাবি, রাত দখল কর্মসূচিতে আর জি কর হাসপাতালে থাকতে পারেন তরুণী চিকিৎকের মা-ও।
স্বাধীনতা দিবসের আগের রাতে অভিনব আন্দোলন দেখেছিল গোটা রাজ্য। রাজনৈতিক ছত্রছায়ার বাইরে বেরিয়ে পথে নেমেছিল আমজনতা। ৪ সেপ্টেম্বর সেই কর্মসূচির পুনরাবৃত্তি হতে চলেছে। ৫ সেপ্টেম্বর মামলার শুনানির আগের রাতে নিজ নিজ এলাকায় রাত দখলের ডাক সোশাল মিডিয়ায়। ভাইরাল হয়েছে সেই পোস্ট। লেখা হয়েছে, ‘বিচারপতি তোমার বিচার করবে যারা রাত জাগছে সেই জনতা।’ প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে বিচারব্যবস্থার দিকেও। প্রশ্ন এক, ‘২৬ দিন গেলেও ধর্ষণের বিচার নেই কেন?’ প্রশ্ন দুই, ‘কর্মক্ষেত্রে মর্যাদার প্রশ্ন আদালত কানে নেয় না কেন?’ প্রশ্ন তিন, ‘কেন্দ্রে আনা নতুন আইনে লিঙ্গ প্রশ্ন পিছনে কেন?’ ৪ সেপ্টেম্বর মিশন শুরু সন্ধে সাতটায়। চলবে রাত ১০টা পর্যন্ত। নিজ নিজ এলাকায় মানববন্ধন গড়ে তোলার ডাক দেওয়া হয়েছে।
আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছেন মৃত চিকিৎসকের পরিবারও। তাঁর মা জানিয়েছেন, “এভারেস্ট চূড়ায় উঠে জাস্টিস ফর আর জি কর বলছে। এত এত মানুষ রাস্তায় নেমেছে। এগুলো আমাদের কাছে বিশাল পাওনা। তাদের প্রত্যেকের প্রতি আমরা চিরকৃতজ্ঞ। অনুরোধ করবো যতদিন না বিচার পাই সকলে যেন পাশে থাকেন।” তাঁর বাবার বার্তা, “আন্দোলনকারীদের পাশে আছি।”