• অঙ্গনওয়াড়ির খিচুড়িতে টিকটিকি, চালে গুটখার প্যাকেট
    হিন্দুস্তান টাইমস | ০৩ সেপ্টেম্বর ২০২৪
  • অঙ্গনওয়াড়ি খাবারে মিলল টিকটিকি! পাশাপাশি রান্নার চালে গুটকার প্যাকেট ধরা পড়ল ক্যামেরায়। এমনি অভিযোগ ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের এক অঙ্গন‌ওয়াড়ি কেন্দ্রে। সোমবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের বৈদ্যনাথ পাড়া অঙ্গন‌ওয়াড়ি কেন্দ্রে।

    সকালে অঙ্গন‌ওয়াড়ি কেন্দ্রে রান্নার পর, শিশুদের খাবার বিতরণের পর এক শিশুর খাবারের মধ্যে একটি টিকটিকি দেখতে পাওয়া যায়। ওই খাবর অন্য কিছু বাচ্চা খেয়ে ফেলে। ফলে রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পরে সারা এলাকা জুড়ে।

    স্থানীয়দের অভিযোগ নিম্নমানের সামগ্রী দিয়ে প্রতি দিন রান্না হচ্ছে এই খাবার। পাশাপাশি বেহাল অবস্থা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের। রীতিমত নোংরা অপরিস্কার জায়গায় রান্না হয়। অঙ্গনওয়াড়ি কেন্দ্র একেবারে বেহাল অবস্থায় রয়েছে। ভেঙে রয়েছে ঘরের দেয়াল। পাশাপাশি শৌচালয় রয়েছে দীর্ঘদিন ধরে বন্ধ।

    খবর পাওয়া মাত্রই স্থানীয় বাসিন্দারা অঙ্গন‌ওয়াড়ি কেন্দ্রের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে। রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পরে সারা এলাকা জুড়ে। চারটি শিশুকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকা বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে যায়। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)