• সঙ্গী পেলেন সন্দীপ ঘোষ! RG কর দুর্নীতি মামলায় আরও ৩ জনকে ধরল সিবিআই, কারা তাঁরা?
    হিন্দুস্তান টাইমস | ০৩ সেপ্টেম্বর ২০২৪
  • আরজি করের আর্থিক দুর্নীতি মামলায় আরও তিনজনকে গ্রেফতার করল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, সোমবার সন্ধ্যার দিকে আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতারির ঘণ্টাখানেকের মধ্যে বিপ্লব সিনহা, আফসার আলি এবং সুমন হাজরাকে ধরা হয়েছে। সন্দীপের নিরাপত্তার দায়িত্বে ছিলেন সুমন। আর বিপ্লব এবং আফসার ছিলেন ভেন্ডর। তাঁরা দু'জন হাসপাতালে জিনিসপত্র সরবরাহ করতেন বলে সূত্রের খবর। তবে আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় আপাতত কাউকে গ্রেফতার করেনি সিবিআই।

    আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষের গ্রেফতারির পরে তৃণমূল কংগ্রেসের তথ্যপ্রযুক্তি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য বলেন, ‘সন্দীপ ঘোষ গ্রেফতার। দারুণ খবর। শুধু মাথায় রাখবেন দুটো জিনিস। প্রথমত, খুন এবং ধর্ষণের মামলায় সন্দীপ ঘোষ গ্রেফতার হননি। তিনি গ্রেফতার হয়েছেন দুর্নীতির অভিযোগে।’ 

    সেইসঙ্গে দেবাংশু বলেন, ‘উনি যেই কেসে গ্রেফতার হয়েছেন, যেই কেসে এফআইআর দায়ের করেছিল রাজ্য সরকার। বাকি রইল সন্দীপ ঘোষের গ্রেফতারি, আমি ভীষণ খুশি। কিন্তু শেষ প্রশ্ন যেটা এখন জীবিত, এখনও প্রাসঙ্গিক; খুনের মামলায় সঞ্জয় ছাড়া আর কেউ কবে গ্রেফতার হবে?’

    তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, ‘সন্দীপ ঘোষের গ্রেফতারি নিয়ে যাঁরা প্রতিক্রিয়া চাইছেন, তদন্ত CBI করছে। সম্ভবত দুর্নীতির মামলায় গ্রেফতার করেছে। এ বিষয়টা সন্দীপ বা তাঁর আইনজীবীরা বলতে পারবেন। দলের কোনও বক্তব্য নেই। কিছু অভিযোগ অনেক আগেই শোনা গিয়েছিল। তখন পদক্ষেপ নিলে এখনকার অস্বস্তি এড়াতে পারত স্বাস্থ্যভবন।’

    সন্দীপের গ্রেফতারির পরে সংবাদমাধ্যম এবিপি আনন্দে আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের তরুণী চিকিৎসকের বাবা বলেন, ‘সন্দীপ ঘোষের ফাঁসি হোক। আরও অনেকে জড়িত আছেন। আরও সামনে আসুক। আমার মেয়ে তো দুর্নীতিরই বলি হয়েছে। যা হয়েছে, ভালো হয়েছে। এখনও খুশি হওয়ার মতো সেরকম কিছু হয়নি।’
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)