• পিএইচডিতে অনিয়ম, অনশনে যাদবপুরের পড়ুয়া
    বর্তমান | ০৩ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের পিএইচডি কোর্সে সুযোগ দেওয়ার দাবিতে উপাচার্যের ঘরের সামনে অনশনে বসলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক পড়ুয়া। বিদিশা চন্দ (বিদু বলেই তিনি ক্যাম্পাসে পরিচিত) নামে ওই পড়ুয়াকে বঞ্চিত করে এক ছাত্রনেতাকে পিএইচডি কোর্সে ভর্তি করানোর অভিযোগ উঠেছিল। সেই অভিযোগের তদন্ত চলছে। কমিটির মাথায় রয়েছেন একজন অবসরপ্রাপ্ত বিচারক। অনশন প্রসঙ্গে সোমবার বিদিশা বলেন, ‘তদন্ত চলছে ঠিকই। তবে আজ আমাকে বহাল করার কথা ছিল। একটি বৈঠকও ছিল। সেখানে কোনও সিদ্ধান্ত না হওয়ায় বাধ্য হয়ে অনশনে বসেছি।’ যদিও কর্তৃপক্ষের বক্তব্য, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কাউকে বহাল করার সুযোগ নেই। এটা ওই পড়ুয়াকে বোঝানোর চেষ্টা হচ্ছে। অন্যদিকে, মাস কমিউনিকেশন বিভাগে এক পড়ুয়াকে ইচ্ছাকৃত কম নম্বর দেওয়ার অভিযোগ উঠেছে এক অধ্যাপকের বিরুদ্ধে। তা নিয়েও ক’দিন ধরেই উত্তপ্ত ছিল ক্যাম্পাস। এদিন উপাচার্য ভাস্কর গুপ্ত সিদ্ধান্ত নিয়েছেন, উত্তরপত্র পুনর্মূল্যায়ন করা হবে।
  • Link to this news (বর্তমান)