• শিলিগুড়িতে মহকুমা শাসকের অফিস অভিযানের নামে ফ্লপ শো বিজেপির
    বর্তমান | ০৩ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: দার্জিলিং জেলার সমতলে তিন বিধায়কই বিজেপির। সাংসদও পদ্মের। অথচ, শিলিগুড়ি মহকুমাশাসকের দপ্তর অভিযানে কার্যত ফ্লপ বিজেপি। কোচবিহার ও আলিপুরদুয়ারে একই কর্মসূচি রণং দেহি মূর্তি দেখিয়েছেন সেই জেলার নেতা কর্মীরা। অথচ শিলিগুড়ির অভিযানে তার ছিটেফোটাও দেখা গেল না। হাজির হাতে গোনা কিছু সমর্থক। জল কামানের সাইরেন বাজতেই শান্ত হয়ে যায় পদ্ম কর্মীরা। তাই বাধ্য হয়ে আন্দোলন শুরুর কিছুক্ষণের মধ্যে বিজেপি নেতৃত্ব তা প্রত্যাহার করে নেন। ফ্লপ শো দেখে হতাশ হয়ে বাড়ি ফিরতে হয় পদ্ম কর্মীদের। সংগঠনের নড়বড়ে অবস্থা দেখে জেলা কমিটির ওপর ক্ষোভ উগরে দেন কর্মীরা। 

    সোমবার হিলকার্ট রোডের এসডিও অফিসের আগে ব্যরিকেড করে পুলিস। হাতে গোনা মাত্র কয়েকজন সমর্থক নিয়ে এসডিও অফিসের দিকে এগোতে থাকে বিজেপি নেতা কর্মীরা। যদিও মহকুমা শাসকের দপ্তরের সামনে পুলিসের ব্যারিকেড পর্যন্ত পৌঁছতে পারেনি। কিছু মহিলা কর্মীরা আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও জেলা নেতৃত্ব সায় দেয়নি।

    বিজেপির এই আন্দোলনকে কটাক্ষ করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তিনি বলেন, বিজেপির সঙ্গে মানুষের দেখা নেই। সিবিআই ঘটনার তদন্ত করছে। মানুষ অভিযুক্তদের শাস্তি চাইছে। রাজ্যে অশান্তি চাইছে না। তাই মানুষ বিজেপির রাজনীতি বয়কট করেছে। 

    এদিন আন্দোলনে আসা বিজেপি কর্মীদের প্রশ্ন, সমতলে তিন বিধায়ক রয়েছেন। তা সত্ত্বেও আন্দোলন ধার নেই কেন? সংগঠন নড়বড়ে কেন? সংগঠনের শক্তি না থাকলে কেনই বা এই কাঠফাটা গরমে আমাদের ডাকা হল? 

    বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা কমিটির সভাপতি অরুণ মণ্ডল বলেন, বিজেপির সমর্থকরা যদি নাই থাকে, তবে পুলিস এতগুলো ব্যারিকেড কেন লাগিয়েছে? কেনই বা রণসজ্জায় মোতায়েন করা হয় এই বিরাট পুলিস বাহিনী। আগামী চার তারিখ প্রতি ব্লকে বিক্ষোভ হবে। ৬ তারিখ মণ্ডলে মণ্ডলে আন্দোলনে নামবে বিজেপি কর্মীরা।  শিলিগুড়িতে বিজেপির বিক্ষোভ।
  • Link to this news (বর্তমান)