• বন্ধ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, এসডিওর দ্বারস্থ হলেন গৃহবধূ
    বর্তমান | ০৩ সেপ্টেম্বর ২০২৪
  • সংবাদদাতা, দিনহাটা: দিনহাটা-২ ব্লকের নান্দিনার বাসিন্দা ইলিজন বিবির আট মাস ধরে বন্ধ লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা। সোমবার ওই বধূ ছেলেকে নিয়ে আসেন দিনহাটা এসডিও অফিসে। তাঁর দাবি, এর আগে বিডিও অফিস ঘুরে কাজ হয়নি। দালালরা ২০০০ টাকা চেয়ে বলেছিল, টাকা দিলে ফের চালু হবে লক্ষ্মীর ভাণ্ডার। কিন্তু, দিনমজুর করে সংসার চলে তাঁর। তাই এদিন তিনি এসডিও অফিসে আসেন। 

    তিনি বলেন, ভাতা না মেলোয় ছেলের পড়ার ব্যাঘাত ঘটছে। এদিন মহকুমা শাসকের দপ্তরের একজন ডেপুটি ম্যাজিস্ট্রেটের সঙ্গে দেখা করি। আমাকে ফের সাহেবগঞ্জের বিডিও’র সঙ্গে সরাসরি দেখা করার পরামর্শ দেওয়া হয়। প্রায় তিনবছর ধরে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা মিলছিল। হঠাৎ আট মাস ধরে ভাতা বন্ধ। 

    দিনহাটার এসডিও বিধু শেখর বলেন, দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য দিনহাটা- ২ এর বিডিও’কে নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনার কথা শুনে তৎক্ষণাৎ পদক্ষেপ নেন বিডিও নীতিশ তামাং। তিনি বলেন, আধারকার্ড দিয়ে ওই মহিলার লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাকাউন্টের তথ্য যাচাই করা হয়েছে। ওই মহিলার নামে নতুন ফর্ম ইস্যু হয়েছে। শীঘ্রই ওঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। 
  • Link to this news (বর্তমান)