• রূপান্তরকামী শিক্ষিকাকে সাসপেন্ড, দ্রুত নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের
    বর্তমান | ০৩ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শাসক দল বিরোধী কর্মসূচিতে শামিল হওয়ায় এক রূপান্তরকামী শিক্ষিকাকে চাকরি থেকে সাসপেন্ড করার অভিযোগ উঠল। এই মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদকে ১৮ সেপ্টেম্বরের মধ্যে নতুন আপিল কমিটি গঠন করে অভিযোগটির নিষ্পত্তি করতে হবে। সোমবার এমনই নির্দেশ দিল হাইকোর্ট। মহার্ঘভাতা, নিয়োগ দুর্নীতি এবং চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধির দাবিতে প্রতিবাদে শামিল হন এই শিক্ষিকা। আন্দোলনে তাঁর অংশগ্রহণের ছবি বিভিন্ন সমাজমাধ্যমে প্রকাশিত হয়। তারপরই দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রাথমিক শিক্ষা সংসদ তাঁকে সাসপেন্ড করে। তিনি মহেশতলার গনিপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। তাঁকে সাসপেন্ড করার যথাযথ কারণ দর্শাতে পারেনি সংসদ। তাঁর বিরুদ্ধে পেশ করা চার্জশিটেও সাসপেনশনের যথাযথ কারণের উল্লেখ নেই। তারপর পেরিয়ে গিয়েছে ১৪ মাস। এখনও স্কুলে যোগ দিতে পারেননি তিনি। তাঁর বেতনও বন্ধ। তাঁর সাসপেনশনের কারণ নিয়ে উচ্চতর কর্তৃপক্ষের কাছে আবেদন করে তিনি জানতে পারেন, পর্ষদের যে অভ্যন্তরীণ আপিল কমিটি থাকার কথা, এখন তা নেই। এই অভিযোগের প্রেক্ষিতে নতুন আপিল কমিটি গঠন করে বিষয়টির নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা।
  • Link to this news (বর্তমান)