• রাজ্যের আর্জি খারিজ, সায়নের জামিন বহাল
    বর্তমান | ০৩ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আর জি কাণ্ডের প্রতিবাদে নবান্ন অভিযানে যুক্ত সায়ন লাহিড়ির জামিন বজায় রাখল সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্ট এ ব্যাপারে যে নির্দেশ দিয়েছে, সেটি বহাল রেখে পশ্চিমবঙ্গ সরকারের আবেদন খারিজ করে দিল বিচারপতি জে বি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রর বেঞ্চ। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামে সংগঠনের ব্যানারে নবান্ন অভিযানের আহ্বায়ক ছিলেন সায়ন। অভিযানের নামে গোলমালের অভিযোগে পুলিস তাঁকে গ্রেপ্তার করে। কিন্তু সায়নের মায়ের আবেদনের ভিত্তিতে সায়নকে জামিন দেয় কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে আসে রাজ্য সরকার। তবে এদিন সেই আবেদন খারিজ হয়ে গিয়েছে।
  • Link to this news (বর্তমান)