• হাসপাতালের ‘শ্যাডো জোনে’ রেডিও ওয়্যারলেস ব্যবহারের প্রস্তাব রাজ্যকে
    বর্তমান | ০৩ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: রাজ্যের একাধিক হাসপাতালের ভিতর ঠিক মতো কাজ করে না মোবাইল নেটওয়ার্ক। তাই প্রয়োজন হলেও সেখান থেকে কাউকে ফোন করাটাই মুশকিল! আর জি কর কাণ্ডের জেরে এবার হাসপাতালের ওই শ্যাডো জোন নিয়ে রাজ্যের স্বাস্থ্যদপ্তরের প্রধান সচিবকে চিঠি দিল ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাব। তাদের দাবি, হাসপাতালে মোবাইল শ্যাডো জোন থেকে কোনও বিপদ সংকেত পাঠাতে রেডিও ওয়্যারলেস সেট ব্যবহার করা যেতে পারে। সেখানে থাকবে প্যানিক বাটনও। সেটি প্রেস করলেই খবর যাবে হাসপাতালের কন্ট্রোল রুম এবং স্থানীয় থানায়। এ ব্যাপারে স্বাস্থ্যদপ্তরের প্রধান সচিব নারায়ণ স্বরূপ নিগম বলেন, ‘আমাদের বিষয়টি জানানো হয়েছে। আমরা খতিয়ে দেখছি।’

    সরকারের সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে অ্যামেচার রেডিও বা হ্যাম রেডিও। সুন্দরবন অঞ্চল সহ এ রা‌঩‌঩‌঩জ্যের বহু এলাকায় মোবাইল শ্যাডো জোন রয়েছে। অ্যামেচার রেডিও ক্লাবের সাহায্যে নির্বাচনের সময় সেখানে বুথ করা হয়। তাই মোবাইল শ্যাডো জোন নিয়ে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে এই সংস্থার। ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের সম্পাদক অম্বরীশ নাগ বিশ্বাস বলেন, ‘আমরা দেখেছি, কলকাতা সহ রাজ্যের বিভিন্ন বড় বড় হাসপাতালের ভিতর নেটওয়ার্কের সমস্যা রয়েছে। তাই কোনও মহিলা স্বাস্থ্যকর্মী যদি বিপদে পড়েন, সেখান থেকে তিনি ফোন করবেন কীভাবে? তাই আমরা বিষয়টি জানিয়েছি। মোবাইল ফোনের চেয়ে ছোট আকারের এক ধরনের রেডিও ওয়ারলেস সেট পাওয়া যায়। রেঞ্জ ২ কিলোমিটার। সেগুলি হাসপাতাল কর্তৃপক্ষ কিনে নিতে পারবে। লাইসেন্স এবং বিনা লাইসেন্স দু’ধরনের সেট রয়েছে। ওই সেটের ভিতরে প্যানিক বাটন থাকে। যেখানে নেটওয়ার্ক নেই, সেখানেও প্যানিক বাটন প্রেস করলে হাসপাতালের কন্ট্রোল রুম এবং থানায় খবর যাবে, বিপদ হয়েছে জানিয়ে। সরকার চাইলে মক ড্রিল ও প্রশিক্ষণে আমরা সাহায্য করব।’
  • Link to this news (বর্তমান)