• স্বাস্থ্য পরিষেবায় বঞ্চনার খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী
    বর্তমান | ০৩ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি কর কাণ্ডের বিচার চেয়ে আন্দোলনের মাঝেই রাজ্যের স্বাস্থ্য পরিষেবা নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নবান্নে স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমকে তিনি ডেকে পাঠান বলেই সূত্রের খবর। আউটডোর, ইন্ডোর এবং ইমার্জেন্সি পরিষেবার বিস্তারিত খবর নেন তিনি। অচলাবস্থার জেরে জেলা থেকে শুরু করে মেডিক্যাল কলেজগুলিতে প্রতিদিন কত সংখ্যক রোগী চিকিৎসা না পেয়ে ফিরে যাচ্ছেন বা বঞ্চিত হচ্ছেন, তার হিসেব নেন মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী। বর্তমান পরিস্থিতির চিত্র মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরার পাশাপাশি, মানুষ যাতে স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত না-হন, তার জন্য কী কী করা যায়, তা নিয়েও আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। 

    মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর, এদিন নতুন মুখ্যসচিব মনোজ পন্থের সঙ্গেও স্বাস্থ্যসচিবের বৈঠক হয়। উল্লেখ্য, সাম্প্রতিক অচলাবস্থার জেরে টানা কিছুদিন যাবৎ রাজ্যে চিকিৎসার অভাব ঘটেছে। সূত্রের খবর, তাতে আট থেকে ন’জনের মৃত্যু হয়েছে বলে মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন স্বাস্থ্যসচিব। এই সময়ে প্রায় ছ’লক্ষ মানুষ স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত হয়েছেন। 
  • Link to this news (বর্তমান)