• আর জি কর কাণ্ড: উর্দিধারীদের মধ্যে বিভেদ ধরাতে মরিয়া বিজেপি
    বর্তমান | ০৩ সেপ্টেম্বর ২০২৪
  • সংবাদদাতা, বনগাঁ: আর জি কর কাণ্ডের প্রতিবাদে পুলিস কর্মীদেরও পথে নামতে অনুরোধ করলেন বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি দেবদাস মণ্ডল। সোমবার দলের বনগাঁ মহকুমা শাসকের অফিস ঘেরাও কর্মসূচিতে অংশ নিয়ে এই মন্তব্য করেন তিনি। পুলিসের একটি অংশকে তৃণমূলের দালাল আখ্যা দিয়ে দেবদাস মণ্ডল বলেন, ‘আমরা জানি, আর জি কর কাণ্ডের প্রতিবাদে অনেক পুলিস ক্ষোভে ফুঁসছেন। চাকরি বাঁচানোর জন্য তাঁরা কিছু করতে পারছেন না। আমি তাঁদের বলব, পুলিসের পোশাক খুলে এই আন্দোলনে যোগ দিন’। আর জি কর কাণ্ডের প্রতিবাদে এদিন বনগাঁ মহকুমা শাসকের অফিস অভিযানের কর্মসূচি পালন করে বিজেপি। দেবদাস মণ্ডলের নেতৃত্বে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সহ সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায় সহ কয়েকশো বিজেপি কর্মী-সমর্থক। বিজেপির পক্ষ থেকে আর জি কর কাণ্ডের সঠিক বিচার ও মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করা হয়। প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে দেবদাসবাবু বলেন, যেদিন আর জি কর হাসপাতালে প্রমাণ লোপাট করতে হামলা হয়েছিল, সেদিন পুলিসকে দেখা যায়নি। আজ পুলিস অতিসক্রিয়। পুলিসের এই রূপ দেখে লজ্জা হয়। আমরা জানি, পুলিসের অনেকেই এই আন্দোলনকে সমর্থন করেন। কিন্তু কিছু বলতে পারেন না। আমি সেই সমস্ত পুলিস কর্মীকে বলব, পোশাকটা খুলে আমাদের সঙ্গে এই আন্দোলনে শামিল হন’। এদিন মহকুমা শাসকের অফিস ঘেরাও কর্মসূচি ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল পুলিসের পক্ষ থেকে। গোটা এলাকা সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছিল। মোতায়েন ছিল বিরাট বাহিনী। ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছিল গোটা অফিস।
  • Link to this news (বর্তমান)