• নয়া চিকিৎসক সংগঠনকে স্থায়ী রূপ দেওয়ার উদ্যোগ  
    বর্তমান | ০৩ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০১৭-’১৮ সালে চিকিৎসকদের উপর আড়াইশো হামলার ঘটনা ঘটেছিল। সেই প্রেক্ষাপটে জন্ম হয়েছিল নয়া চিকিৎসক সংগঠন ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফোরাম (ডব্লুবিডিএফ)। তার ৬ বছর পর ২০২৪ সালে আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে এক তরুণী চিকিৎসককে ধর্ষণ ও নৃশংস খুনের ঘটনায় জন্ম হল রাজ্যের নয়া চিকিৎসক সংগঠন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট (ডব্লুবিজেডিএফ)। দাবি আদায়ে লাগাতার কর্মবিরতি চালিয়ে যাওয়া, প্রশাসনের উপর চাপ সৃষ্টি করে দোষীদের শাস্তিবিধানের আপ্রাণ চেষ্টা চালানোর পাশাপাশি টানা কর্মবিরতিতে যাতে জনবিরোধী ছাপ না পড়ে, সেজন্য পাল্টা জনমুখী কর্মসূচি নিয়েছে সংগঠনটি। এবার ‘টু দি ঩পিপল’ নামের একটি ই-পুস্তিকা তৈরি করে তারা জানাল, ভবিষ্যতে প্রশাসন তাঁদের আশু দাবিগুলি মেনে নিলে এবং তাঁরা পুরোপুরি কাজে ফিরলেও আন্দোলন কিন্তু থেমে যাবে না। চিকিৎসকদের সামাজিক নিরাপত্তা এবং বিচার পাওয়ার অধিকার সুরক্ষিত না হওয়া পর্যন্ত এই লড়াই চলবে। এই আন্দোলন সম্পর্কে মানুষের মনে তৈরি হওয়া ১৯টি প্রশ্ন এবং তার উত্তর দিয়েই তৈরি হয়েছে এই ই-পুস্তিকা। শুধু সাময়িক দাবিদাওয়া এবং বিচার আদায়ের মধ্যে দিয়েই যে এই সংগঠন শেষ হয়ে যাবে না, তা ওই কথাতেই স্পষ্ট। এই সংগঠন আগামী দিনে রেজিস্ট্রেশন করে স্থায়ী রূপ নেবে এবং বাংলার জুনিয়র ডাক্তারদের বিভিন্ন ধরনের স্বার্থ রক্ষায় কাজ করে যাবে। আন্দোলনকারীদের তরফে ডাঃ অনিকেত মাহাত বলেন, সাময়িক নয়, আমাদের সংগঠনকে স্থায়ী চেহারা দিতে চাইছি। সেইমতো উদ্যোগ নেওয়া হচ্ছে।
  • Link to this news (বর্তমান)