ধর্না মঞ্চেই 'অভয়া ক্লিনিক' চালু হলো মেদিনীপুর মেডিক্যালে
এই সময় | ০৩ সেপ্টেম্বর ২০২৪
এই সময়, মেদিনীপুর: কলকাতার মতো মেদিনীপুর মেডিক্যাল কলেজেও ‘অভয়া ক্লিনিক’ চালু করলেন জুনিয়র চিকিৎসকরা। সোমবার সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার সঙ্গে তাঁদের হাতে একটি লিফলেট তুলে দেন তাঁরা। তাঁদের বক্তব্য, আমরা কেন আন্দোলন করছি, দাবি কী, সাধারণ মানুষকে জানাতে ওই লিফলেট।আন্দোলনকারী এক চিকিৎসক বলেন, ‘ঘটনার পরে ২৫ দিন পরেও অভয়া বিচার পেল না। শুধু তাই নয়, মেডিক্যাল কলেজেগুলিতে থ্রেট কালচার চলছে। বাদ নেই মেদিনীপুর মেডিক্যাল কলেজও। কিছু মানুষ রাজনীতির রং লাগিয়ে আন্দোলনকে ভেঙে দিতে চাইছেন। অন্যায়ের বিচার চেয়ে এই আন্দোলন।’
আন্দোলনের মঞ্চ হলেও হাসাপাতালে আসা বহু মানুষ ভিড় করেন জুনিয়র চিকিৎসকদের চালু করা অভয়া ক্লিনিকে। আপাতত সপ্তাহে দু’দিন এই ক্লিনিক চলবে। গড়বেতার খড়কুসমা থেকে এ দিন হাসপাতালে আসা রেহেনা বিবি বলেন, ‘আন্দোলন চলছে বলে ভয়ে সাধারণ মানুষ হাসপাতালে আসছিলেন না। আমাদের দাবি, ডাক্তারবাবুরা আন্দোলন করুন, কিন্তু পরিষেবাটাও চালু রাখুন। না হলে গরিব মানুষ যাবে কোথায়? কয়েক দিন হাসপাতালে এসে ঘুরে গিয়েছি। অবশেষে ছেলেকে দেখাতে পারলাম।’
কেশপুরের সিদ্দিক আলি, নারায়ণগড়ের পদ্মা দোলাই বলেন, ‘সাধারণ মানূষের কথা ভেবে জুনিয়র ডাক্তাররা রোগী দেখা শুরু করেছেন, এটা ভালো কথা। আমরাও ডাক্তারদের আন্দোলনকে সমর্থন করি। তবে একটাই অনুরোধ, চিকিৎসা চালু রেখে আন্দোলন চলুক। দোষীরা শাস্তি পাক।’