• ডাক্তারদের কসাই বললেন লাভলি, বদলার হুঁশিয়ারিও
    এই সময় | ০৩ সেপ্টেম্বর ২০২৪
  • এই সময়, সোনারপুর: কুকথার স্রোতে গা ভাসালেন আরও এক তৃণমূল বিধায়ক। কাঞ্চন মল্লিকের পর সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিনেত্রী লাভলি মৈত্র আন্দোলনরত চিকিৎসকদের 'কসাই' বলে কটাক্ষ করলেন। বিরোধীদের উদ্দেশেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।আরজি কর কাণ্ডে বিচার ও দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে রবিবার সোনারপুর মো়ড়ে ধর্নায় বসেছিলেন লাভলি। সেই মঞ্চ থেকেই সিপিএম নেতা সুজন চক্রবর্তী, সায়ন বন্দ্যোপাধ্যায়ের নাম করে 'বদলা' নেওয়ার কথা বলেন লাভলি। তিনি বলেন, '২০১১ সালে রাজ্যে বদল হয়েছিল, কিন্তু বদলা হয়নি। তাই সিপিএমের সায়ন, সুজনরা ঘুরে বেড়ায়। আজকে ২০২৪ সালে এখান থেকে দাঁড়িয়ে বলছি, ২০১১-তে বদল হয়েছিল, ২০২৪ এ বদলা হবে? কী হবে তো?'

    লাভলির কথা শেষ হতেই কর্মী সমর্থকরা হাততালি দিয়ে সম্মতি জানান। হুঁশিয়ারির সুরে লাভলি আরও বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে যদি কেউ আঙুল তোলেন, সেই আঙুল কী ভাবে নামাতে হয় আমরা ভালো জানি। আমরা শান্ত আছি, কিন্তু আমরা দুর্বল নই।' ওই সভা মঞ্চ থেকে লাভলি চিকিৎসকদের উদ্দেশে বলেন, 'দিনের পর দিন আন্দোলনের নামে গরিব, প্রান্তিক মানুষরা মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। দিনের পর দিন ডাক্তাররা কসাইতে পরিণত হচ্ছেন।'

    তবে এ ধরনের ব্যক্তিগত আক্রমণকে 'বালখিল্যতা' বলে লাভলিকে পাল্টা আক্রমণ করেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তিনি বলেন, 'আমাদের বিরুদ্ধে বদলা নিলে কি আরজি কর কাণ্ডে নির্যাতিতা বিচার পাবে? এই ধরনের মন্তব্য যাঁরা করছেন, বিচারের মুখোমুখি তাঁদেরও হতে হবে। ওঁরা দেওয়ালের লেখা পড়ুন। মানুষ কিন্তু কাউকে ছেড়ে কথা বলবে না।'

    লাভলির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বাম নেতা সায়ন বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'এমএলএ ম্যাডাম কতজনকে দেখে নেবেন? আপনার সঙ্গে আদালতে দেখা হবে।' রবিবারের পর সোমবারও লাভলি তাঁর বক্তব্যে অনড় থাকেন। তিনি বলেন, '৩৪ বছরের কাহিনি ওঁরা ভুলে গেছেন। ওঁদের সময় বানতলা, তাপসী মালিকের ঘটনায় ক'জনকে বিচার পাইয়ে দিয়েছেন কমরেডরা?'
  • Link to this news (এই সময়)