হাউহাউ করে কান্না... গাড়ি নিজামে ঢুকতেই ভেঙে পড়লেন! সিবিআই হেফাজতে কেমন আছেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ?
News18 বাংলা | ০৩ সেপ্টেম্বর ২০২৪
কলকাতা: দুর্নীতি তদন্ত মামলায় গত ১৬ আগষ্ট সন্দীপ ঘোষকে নোটিস দেয় সিবিআই। তা সত্ত্বেও নোটিশ দেওয়ার পরেও তিনি হাজিরা দিতে পৌঁছন নি। এরপরে সিবিআই দিল্লি টিমের স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ রীতিমতো রাস্তা থেকে গাড়িতে তুলে সিজিওতে নিয়ে আসে সন্দীপ ঘোষকে। সেই সময় তাঁকে ঘাবড়াতে দেখলেও সেই ভাবে ভেঙে পড়তে দেখা যায় নি।
সিবিআই সদর দফতরে বার বার হাজিরা দিতে হলেও, দিনভর প্রশ্নোত্তর পর্বেও কখনই ভেঙে পড়তে দেখা যায় নি তাঁকে। এমনকি তাঁর বাড়িতে সাত সকালে সিবিআই টিম পৌঁছলে আরজি কর প্রাক্তন অধ্যক্ষ কেন্দ্রীয় গোয়েন্দাদের দলের জন্য দরজা খোলেন নি এক ঘণ্টারও বেশি সময় ধরে। এ হেন সন্দীপ ঘোষকেই এবার দেখা গেল একেবারে অন্য চেহারায়।
সোমবার রাতে সিজিও থেকে নিজামে আনার সময় সন্দীপ ঘোষ কার্যত ভেঙ্গে পড়েন। সিজিওতেই দফতরে বসে জিজ্ঞাসাবাদের সময় সন্দীপ কান্নায় ভেঙে পড়েন বলেও সূত্রের খবর। রাস্তায় জিগ্যেস করা হলে মাথা নিচু করে গাড়ির মধ্যে সিবিআই আধিকারিকদের মাঝে বসে ছিলেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ।
আরজি কর মেডিক্যাল কলেজে দুর্নীতির মামলায় গতকাল রাতেই CBI গ্রেফতার করেছে কলেজের প্রাক্তন অধ্য়ক্ষ সন্দীপ ঘোষকে। পাশাপাশি গ্রেফতার করা হয়েছে তাঁর নিরাপত্তারক্ষী আফসর আলি খানকে। এদিকে, পুলিশ কমিশনারের পদত্যাগ চেয়ে জুনিয়র চিকিৎসকদের লালবাজার অভিযান অবস্থান বিক্ষোভ জারি রয়েছে আজও। পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে রাত থেকেই অবস্থানে রয়েছেন জুনিয়র চিকিৎসকেরা। আরজি করে তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণ নিয়ে কার্যত উত্তাল গোটা দেশ।