• 'মোদী দেশের লজ্জা, মেয়েদের রক্ষা করতে পারেন না', ইস্তফার দাবি শুনে পালটা মমতার
    হিন্দুস্তান টাইমস | ০৩ সেপ্টেম্বর ২০২৪
  • মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতে পারেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই তাঁর ইস্তফা দেওয়া উচিত। এমনই মন্তব্য করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার পশ্চিমবঙ্গ বিধানসভায় ‘দ্য অপরাজিতা উইমেন অ্যান্ড চাইল্ড বিল ২০২৪’ নিয়ে ভাষণের সময় মমতা দাবি করেন, 'অপরাজিতা বিল' একটা ইতিহাস হয়ে থাকল। কেন্দ্রীয় সরকারকে আইন করতে বলা হয়েছিল। কিন্তু সেই কাজটা করতে পারেননি প্রধানমন্ত্রী। রাজ্য সরকার করে দেখাল। প্রধানমন্ত্রী 'দেশের লজ্জা'। তিনি দেশের মহিলাদের সুরক্ষা দিতে পারেননি। রক্ষা করতে পারেননি তাঁরা। তাই তাঁর পদত্যাগ করা উচিত। ইস্তফা দেওয়া উচিত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহেরও। সেইসঙ্গে মমতা জানান, বিজেপি-শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী, সমস্ত মন্ত্রীর ইস্তফা দেওয়া উচিত। পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরও ইস্তফার দাবি তোলেন মমতা। 

    মুখ্যমন্ত্রী জানান, কয়েকটি কারণে ‘দ্য অপরাজিতা উইমেন অ্যান্ড চাইল্ড বিল ২০২৪’ আনা হয়েছে। প্রথমত, ধর্ষণের বিরুদ্ধে শাস্তি আরও কঠোর করা। দ্বিতীয়ত, তদন্তপ্রক্রিয়া এবং বিচারপ্রক্রিয়া দ্রুত করা হবে। 

    মুখ্যমন্ত্রী দাবি করেন যে আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় তিনি রবিবার পর্যন্ত সময় দিতে বলেছিলেন। নাহলে নিজেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে মামলা তুলে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। তার আগেই সিবিআইয়ের হাতে তদন্তভার দিয়েছে কলকাতা হাইকোর্ট। এখন সিবিআইয়ের কাছে তাঁরা বিচার চাইছেন বলে দাবি করেন মমতা।

    মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণের মধ্যেই বিধানসভায় বিজেপির বিধায়কদের হট্টগোল। তিনি উত্তরপ্রদেশের মতো বিজেপি-শাসিত রাজ্যে ধর্ষণের ঘটনা নিয়ে কথা বলছিলেন। লাগাতার হট্টগোল চলতে থাকে। তাঁরা মমতার পদত্যাগের দাবি তোলেন। তারইমধ্যে গলার সুর চড়িয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, ‘আগে মোদীকে পদত্যাগ করতে বলুন।’

    অপরাজিতা বিলকে যে বিজেপি বিধায়করা সংসদ করবেন, তা আগেই জানিয়ে দেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন যে রেজাল্ট দেখতে চান। বিলকে দ্রুত আইনে পরিণত করা হোক। পালটা শুভেন্দুকে উদ্দেশ্য করে মমতা বলেন, ‘রাজ্যপালকে বিলে সই করতে বলুন। তারপরেই দেখবেন যে আইন হয়ে গিয়েছে।’

    অপরাজিতা বিল নিয়ে বিধানসভায় বক্তব্য পেশ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পরই তিনি ভাষণ দিতে ওঠেন। আর তারপরই মমতা বলেন, ‘আমি কারও জ্ঞান শুনব না।’ সেইসঙ্গে তিনি বলেন, ‘এই বিল মেয়েদের অধিকার রক্ষার বিল। মেয়েদের অধিকার রক্ষার লড়াইয়ে সামিল হতে হবে।’
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)