• ‘চুক্তিতে পুলিশকর্মী নিয়োগ হয় গোটা দেশে এই ব্যবস্থা দেখিনি’
    হিন্দুস্তান টাইমস | ০৩ সেপ্টেম্বর ২০২৪
  • রাজ্য সরকারের চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের নীতিকে বারবার কটাক্ষ করেছে বিরোধীরা। সিভিক ভলান্টিয়ারের মতো, সিভিক শিক্ষক, এমনকী সিভিক বিডিও একদিন নিয়োগ করা হবে বলে কৌতুক ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। রাজ্যের চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের সেই নীতি নিয়ে এবার প্রশ্ন তুললেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। মঙ্গলবার এক মামলার শুনানিতে তিনি বলেন, ‘১৪ হাজার টাকা বেতন দিয়ে সারা দিন যেভাবে কাজ করানো হয় গোটা দেশে কোথাও আর হয় না।’

    উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় আদালতে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের বিরোধিতায় দায়ের এক মামলার শুনানিতে একথা বলেন প্রধান বিচারপতি। এদিন মামলাকারীর হয়ে সওয়াল করেন আইনজীবী ফিরদৌস শামিম। এদিন আদালত রাজ্যকে ভর্ৎসনা করে বলে, ‘আদালতের কোনও ফাইল হারিয়ে গেলে চুক্তিভিত্তিক কর্মী তার দায়িত্ব নিতে যাবেন কেন? তাহলে কে দায়িত্ব নেবেন? চুক্তিভিত্তিক কর্মীরা কি দায়িত্বশীল হবেন?’ আদালত আরও বলে, ‘যারা কয়েক ঘণ্টা কাজ করেন তাদের চুক্তির ভিত্তিতে নিয়োগ করলে তবু মেনে নেওয়া যায়। কিন্তু সমস্ত কর্মীই কেন চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হচ্ছে? এখানে পুলিশকর্মীও চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হয়। মাসে ১৪ হাজার টাকা বেতনে সারা দিন কাজ করিয়ে নিতেই কি এই ব্যবস্থা? দেশের কোথাও এই ব্যবস্থা দেখিনি।’

    বলে রাখি, জনৈক আইনজীবীর দায়ের করা এই মামলায় নিয়োগের ওপর স্থগিতাদেশ জারি করেছিলেন বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। কিন্তু সিঙ্গল বেঞ্চের নির্দেশে কোনও স্থগিতাদেশ দেয়নি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)