• সিপি বিনীতের কথায় সন্তুষ্ট নন জুনিয়র ডাক্তারেরা, তবে রাস্তার অবস্থান তুললেন, কর্মবিরতি এবং ধর্না চলবে
    আনন্দবাজার | ০৩ সেপ্টেম্বর ২০২৪
  • দফায় দফায় পুলিশকর্তারা এসে কথা বললেও, অবস্থানে অনড় থেকেছেন জুনিয়র ডাক্তারেরা। শেষে ব্যারিকড সরিয়ে আরও একশো মিটার এগোনোর অনুমতি দেয় পুলিশ। এর পর একটি প্রতিনিধিদল গিয়ে দেখা করে পুলিশ কমিশনারের সঙ্গে। লালবাজার থেকে বার হয়ে তাঁরা জানালেন, আলোচনা সদর্থক হয়নি। রাস্তার অবস্থান তুললেও জারি থাকবে আন্দোলন।

    রাস্তা পরি‌ষ্কার করলেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তারেরা

    লালবাজারে গিয়ে পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সঙ্গে কথা বলার পর রাস্তার অবস্থান তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জুনিয়র ডাক্তারেরা। তবে আরজি কর-কাণ্ডের প্রতিবাদে নিজ নিজ প্রতিষ্ঠানে আন্দোলন জারি রাখবেন তাঁরা। এই সিদ্ধান্তের পর বিকালে রাস্তা পরিষ্কার করে দিলেন আন্দোলনকারীরা।

    পুলিশ কমিশনারের সঙ্গে কথায় সন্তুষ্ট নয় প্রতিনিধি দল

    পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠকের পর সন্তুষ্ট নয় আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিদল। লালবাজার থেকে বেরিয়ে প্রতিনিধি দলের সদস্যেরা বলেন, “১৪ তারিখ ও ১২ তারিখের ঘটনা প্রসঙ্গে তাঁরা স্বীকার করেছেন, এটি পুলিশি ব্যর্থতা। কিন্তু আলোচনার কোনও সদুত্তর আমরা পুলিশ কমিশনারের থেকে পাইনি। আমরা আমাদের দাবিতে এখনও অনড়। নৈতিক দায় নিয়ে সিপির পদত্যাগ করা উচিত বলে আমরা মনে করি।” প্রতিনিধি দল জানিয়েছে, তাঁরা অবস্থান-বিক্ষোভ তুলে নিলেও বিচারের দাবিতে আন্দোলন একই ভাবে চলবে।

    সিপি জানিয়েছেন, তিনি নিজের কাজে সন্তুষ্ট: প্রতিনিধি দল

    জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দল বলে, “পুলিশ কমিশনারকে আমরা প্রশ্ন করেছিলাম, তিনি এই ঘটনায় নৈতিক দায়ভার নিচ্ছেন কি না। জবাবে সিপি জানিয়েছেন, তিনি নিজের কাজে সন্তুষ্ট। তবে যদি তাঁর কোনও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মনে করেন, তিনি নিজের কাজে ব্যর্থ এবং তাঁকে যদি পদ থেকে সরিয়ে দেওয়া হয়— সেটিও তিনি হাসিমুখে মেনে নেবেন।” আন্দোলনকারীরা আরও জানান, যে প্রতীকী শিরদাঁড়াটি তাঁরা লালবাজারে নিয়ে গিয়েছিলেন, সেটিও দিয়ে এসেছেন।
  • Link to this news (আনন্দবাজার)