• লক্ষ্য পরিচ্ছন্ন বোলপুর, তাই রাতেও সাফাই অভিযান শুরু করল পুরসভা
    বর্তমান | ০৪ সেপ্টেম্বর ২০২৪
  • সংবাদদাতা, বোলপুর: শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী ও অভিনব উদ্যোগ নিল বোলপুর পুরসভা‌। দিনের বেলার পাশাপাশি রাতেও রাস্তাঘাট পরিষ্কার করা হবে। এই মর্মে সোমবার রাত ৮টা থেকে থেকে চালু হল নৈশ সাফাই অভিযান। সূচনায় নেতৃত্ব দেন বোলপুর পুরসভার চেয়ারম্যান পর্ণা ঘোষ। তিনি জানান, দিনের বেলা নিয়মিত সাফাই অভিযান চালানো হয়। কিন্তু রাস্তার ধারের দোকানদারের অনেকে উচ্ছিষ্ট ও বাসি খাবার, প্রাণীজ বর্জ্য যেমন মাছের নাড়িভুঁড়ি, আঁশ, ফল-সব্জির খোসা রাস্তার দু’পাশে ফেলে দেন। দিনভর এই আবর্জনা জমতে থাকায় দুর্গন্ধের পাশাপাশি দৃশ্যদূষণও হয়। তাই সকালবেলায় যাতে সুস্থ পরিবেশ বজায় থাকে তার জন্য তৎপর হয়েছে বোলপুর পুরসভা। আবর্জনা পরিষ্কারের জন্য দিনের পাশাপাশি রাতের সময়কেও বেছে নেওয়া হয়েছে। মূলত, বোলপুর শান্তিনিকেতনের প্রধান সড়কগুলিতে এই অভিযান চালানো হবে বলে তিনি জানিয়েছেন। পুরসভার এই ইতিবাচক সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শহরবাসী।

    আন্তর্জাতিক শহর বলে স্বীকৃত রবীন্দ্রনাথ ঠাকুরের কর্মভূমি বোলপুর- শান্তিনিকেতন। গতবছর সেপ্টেম্বর মাসে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি পাওয়ার পর শহরের মান আরও বেড়েছে। ফলে, সেই ঐতিহ্যের তকমা অক্ষুন্ন রাখতে সাফাই অভিযানকে অত্যন্ত গুরুত্ব দিয়েছে পুরসভা। কারণ স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সির (সুডা) আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপাল অ্যাফেয়ার্স সাফাই অভিযানে বিশেষ জোর দিয়েছে। তার প্রেক্ষিতে রাজ্যের সর্বত্র সলিড অ্যান্ড লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্ট দীর্ঘদিন ধরেই পরিকল্পনামাফিক কাজ করছে। সেজন্য দিন কয়েক আগে পুরসভার প্রতিটা ওয়ার্ডকে একটি করে মিনি ট্রাক্টরও দেওয়া হয়েছে, যাতে অভিযান নিয়মিত চালানো যায়। ‌তারও একধাপ এগিয়ে এবার দিনের পাশাপাশি রাতেও শহরকে আবর্জনা মুক্ত করতে তৎপর হল পুর প্রশাসন। সোমবার রাতে বোলপুর- শান্তিনিকেতন স্টেশন সংলগ্ন হাটতলার রাস্তা থেকে অভিযান উদ্বোধন করেন পর্ণাদেবী।‌ তিনি বলেন, শহরবাসীকে মৌলিক পরিষেবা দেওয়া বোলপুর পুরসভার প্রথম ও প্রধান লক্ষ্য। তার মধ্যে পরিচ্ছন্নতাকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। মূলত শহরের প্রধান শহর যেমন শান্তিনিকেতন রোড, স্টেশন রোড, প্রভাত সরণি, মকরমপুর, জামবুনি শ্রীনিকেতন রোডে এই অভিযান চালানো হবে। সংশ্লিষ্ট কাজে ৬০ জন সাফাই কর্মীকে যুক্ত করা হয়েছে। তাদের থাকা খাওয়ার জন্য পুরসভা বিশেষ ব্যবস্থা করেছে। এই অভিযান পর্ব চলবে রোজ রাত ৮টা থেকে রাত্রি ১১টা পর্যন্ত। তবে সাফাই অভিযানের জন্য সব পক্ষের সহযোগিতা প্রয়োজন। তাই দোকান মালিকদের আলাদা করে ডাস্টবিন সরবরাহ করা হয়েছে। সেখানেই যাবতীয় আবর্জনা ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। সেই নির্দেশ কার্যকর হচ্ছে কি না, সেই বিষয়টিও পুরসভা পর্যবেক্ষণ করবে। • নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)