• নৈশ ফুটবল টুর্নামেন্টই এখন মুরুটিয়ার গ্রামের মূল উৎসব
    বর্তমান | ০৪ সেপ্টেম্বর ২০২৪
  • সংবাদদাতা, মুরুটিয়া: একদিনের নৈশ ফুটবল প্রতিযোগিতা যে গ্রামের সেরা উৎসব হয়ে উঠতে পারে, তার উদাহরণ সোমবার রাতের মুরুটিয়ার দিঘলকান্দি মাঠ। ভারত-বাংলাদেশ সীমান্তের মুরুটিয়ার দিঘলকান্দি কিশোর সঙ্ঘের পরিচালনায় ষোলো দলীয় নৈশ ফুটবল প্রতিযোগিতায় এবার মাতলেন এলাকাবাসী। এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল কলকাতা সহ নদীয়া, মুর্শিদাবাদ ও দুই ২৪ পরগনার বিভিন্ন দল। প্রতিযোগিতার ফাইনালে মালিয়ানতলা পল্লিমঙ্গল ক্লাব টাইব্রেকারে ১-০ গোলে ইমন কন্সট্রাকশন ফুটবল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। বিজয়ী ও রানার্স দলকে ট্রফি এবং যথাক্রমে নগদ ৬৬ হাজার ৬৬৬ টাকা ও ৩৩ হাজার ৩৩৩ টাকা পুরস্কার দেওয়া হয়। ক্লাবের প্রাক্তন সদস্যের স্মৃতিতে ২০০৭ সাল থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতার নাম ‘সমীর অভিমান্য স্মৃতি কাপ’। এই ক্লাবের বহু সদস্য রুটিরুজির টানে বিদেশে থাকেন। কর্মসূত্রে বছরভর তাঁরা দুবাই, কুয়েত, কাতার, সিঙ্গাপুরে বা দেশের বিভিন্ন জায়গায় থাকলেও রাতের এই ফুটবল প্রতিযোগিতা যেন ওঁদের ঘরে ফেরার ডাক দেয়। এই খেলা উপলক্ষ্যে কদিন আগে থেকে তাঁদের অনেকে গ্রামের বাড়ি ফেরেন। এই খেলার আগেই ইরাক থেকে বাড়ি ফিরেছেন অপূর্ব মৌলিক, উজ্জ্বল মৌলিক, অমিত বিশ্বাস। বেঙ্গালুরু, ওড়িশা থেকেও অনেকেই ফিরেছেন। এদিকে আসতে না পারলেও বিদেশে থেকে মিলন রায়, বাপ্পা দাস, নারায়ণ মণ্ডলরা খেলার জন্য আর্থিক সাহায্য পাঠিয়েছেন। দিঘলকান্দি কিশোর সঙ্ঘের সম্পাদক রতন বালা বলেন, ২০০৭ সাল থেকে  ক্লাবের নিজস্ব মাঠে কৃত্রিম আলোয় আমরা এই ফুটবল প্রতিযোগিতার আয়োজন করে আসছি। ওই বছরই আগস্টের শেষের দিকে তৎকালীন ক্লাব সম্পাদক সমীর মণ্ডল মহাশয়ের মৃত্যু ঘটে। তাঁরই স্মৃতিতে প্রতি বছর ২ সেপ্টেম্বর এই ফুটবল টুর্নামেন্ট আয়োজিত হয়। রাতের এই ফুটবলকে ঘিরে দিঘলকান্দি গ্রাম উৎসবমুখর হয়ে ওঠে। এলাকার প্রতি পরিবারে ভিড় জমান তাঁদের আত্মীয়-স্বজনরা। গ্রামের মেয়ে তথা বনগাঁর গৃহবধূ সুপ্রিয়া বালা বলেন, আমার মতো এই এলাকার অনেক মেয়েরা দুর্গাপুজোয় না এলেও খেলা উপলক্ষ্যে সকলেই বাপেরবাড়িতে আসার চেষ্টা করে। তাছাড়া এই খেলার মাঠে পুরনো বন্ধু-বান্ধবীদের সঙ্গে দেখা হয়। ছেলেদের পাশাপাশি পাড়ার ছোট বড় সকল মহিলারা সারা রাত জেগে খেলা দেখে। খেলা দেখার পাশাপাশি তেলেভাজা, বাদাম, ফুচকা খেতে খেতে পুরনো বন্ধুদের সঙ্গে রাতভর আড্ডাও বেশ জমে ওঠে।
  • Link to this news (বর্তমান)