• আইসির কলার ধরে হাইকোর্টে নিয়ে যাব
    বর্তমান | ০৪ সেপ্টেম্বর ২০২৪
  • সংবাদদাতা, পতিরাম: পুলিসের ব্যারিকেড ভেঙে ডিএম অফিস অভিযান শুরু। পুলিসের বাধায় ১৫ মিনিটের মধ্যেই কার্যত রণে ভঙ্গ দিলেন বিজেপি নেতা ও কর্মীরা। তাঁদের চাঙ্গা করতে মঙ্গলবার বালুরঘাটে সভামঞ্চ থেকে একের পর এক উত্তেজক মন্তব্য করলেন রাজ্য বিজেপি’র সভাপতি তথা বালুরঘাটের সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। সেখানেই তিনি বংশীহারির আইসিকে কলার ধরে হাইকোর্টে নিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন। লোকসভা ভোটের প্রসঙ্গ টেনে সুকান্ত বালুরঘাট ও গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যানদেরও আক্রমণ করেছেন এদিন।

    সুকান্ত বলেন,আমাদের জেলায় বংশীহারিতে নাবালিকা ধর্ষণের ঘটনায় প্রশাসন নিশ্চুপ। অভিযুক্তের নামে একাধিক মামলা থাকলেও ডিএম, এসপি কিছুই করেননি। আমি দলীয় কর্মীদের বলব বংশীহারির আইসির নামে মামলা করুন। কলার ধরে তাঁকে হাইকোর্টে নিয়ে যাব। মঙ্গলবার পূর্বঘোষণা মতো সুকান্ত মজুমদারের নেতৃত্বে অভিযান চালায় বিজেপি। কিছুক্ষণের মধ্যে সুকান্ত ফিরে যেতেই পিছুটান দেন বাকিরাও।  এসব দেখে বিজেপির অভিযান ফ্লপ বলে দাবি করছে তৃণমূল। সাংসদের মন্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় বহুবার জেলায় এসেও আমাকে হারাতে পারেননি। আগামী বিধানসভা নির্বাচনেও মমতা আসবেন। কিন্তু তাতে বিশেষ লাভ হবে না। পাল্টা তৃণমূলের জেলা সহ সভাপতি সুভাষ চাকীর মন্তব্য, সুকান্ত  মজুমদারকে ভোট দিয়ে জেতালেও মানুষ আর আস্থা রাখেন না। গোটা জেলা থেকে এক হাজার লোকও আসেনি। অভিযান সুপার ফ্লপ। তৃণমূল নেতৃত্ব ও প্রশাসনিক কর্তাদের সুকান্ত ব্যক্তিগত আক্রমণ করেছেন। একজন অধ্যাপকের মুখে ওই ধরনের শব্দবন্ধ মানায় না। এদিন বিজেপির জেলা কার্যালয় থেকে মিছিল সরাসরি ডিএম অফিসের সামনে চলে যায়। প্রথমে ১০ ফুট উচ্চতার বাঁশের ব্যারিকেড ভেঙে দেন কর্মী, সমর্থকরা। অপ্রীতিকর ঘটনা এড়াতে উপস্থিত ছিলেন বালুরঘাট সদর ডিএসপি বিক্রম প্রসাদ, আর এক ডিএসপি (ডিইবি) রাহুল বর্মন, বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা সহ বিশাল পুলিস বাহিনী। ব্যারিকেড ভাঙার সময় বিজেপি কর্মী, সমর্থকদের সঙ্গে পুলিসের ব্যাপক ধস্তাধস্তি হয়।
  • Link to this news (বর্তমান)