• ডেঙ্গু রোধে আলিপুরদুয়ারে পুজোর আগে ‘স্পেশাল ড্রাইভ’ পুরসভার
    বর্তমান | ০৪ সেপ্টেম্বর ২০২৪
  • সংবাদদাতা, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার শহরে গত আট মাসে চারজন ডেঙ্গুতে আক্রান্ত। তাই শহরে ডেঙ্গু্ নিয়ে সতর্ক আলিপুরদুয়ার পুরসভা। ডেঙ্গু প্রতিরোধে শহরের ২০টি ওয়ার্ডে পুজোর আগেই বিশেষ সচেতনতা অভিযান শুরু করেছে পুরসভা। সেপ্টেম্বর মাসজুড়ে চলবে এই অভিযান। ডেঙ্গু প্রতিরোধে বাড়ি বাড়ি সমীক্ষা করার জন্য পুরসভার ৫৩টি টিম কাজ করছে। প্রতিটি টিমে ১০৬ জন ভলান্টিয়ার আছেন। এঁরাই ১ সেপ্টেম্বর থেকে প্রতিটি বাড়িতে গিয়ে ফুলের টব, পরিত্যক্ত টায়ার, সুপারির খোলে জমা জল দেখতে পেলেই ফেলে দিচ্ছেন। বাড়ির আনাচে কানাচে কোথাও জমা জল থাকলে, সতর্ক করছেন বাড়ির মালিকদের। একইভাবে কারও জ্বর হয়েছে কি না, জানতে আশাকর্মীরাও বাড়ি বাড়ি যাচ্ছেন। ডেঙ্গুর বাহক এডিস মশার লার্ভা নষ্ট করতে পুরসভার ২০টি ওয়ার্ডের নালায় তেল স্প্রে করা হচ্ছে। পুর এলাকায় সাতটি উপ স্বাস্থ্যকেন্দ্রের কর্মীরাও নজর রাখছেন। অন্যদিকে, নিউ আলিপুরদুয়ারে পুরসভার একমাত্র প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের আউটডোরে জ্বর নিয়ে নিয়মিত সচেতন করার কাজ চলছে। এবছর জানুয়ারি মাসে শহরে একজন ডেঙ্গু আক্রান্তের হদিশ মিলেছে। জুন ও জুলাই মাসে আরও তিনজন ডেঙ্গু আক্রান্ত হন। যদিও পুরসভার দাবি, চারজনই বাইরে থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শহরে ফিরে এসেছিলেন। তাঁরা এখন সবাই সুস্থ আছেন। বর্তমানে শহরে ডেঙ্গু নিয়ন্ত্রণেই আছে। পুরসভার ভেক্টর বার্ন ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোলের নোডাল অফিসার বিমলেন্দু তালুকদার বলেন, শহরে বর্তমানে ডেঙ্গু নিয়ন্ত্রণেই আছে। তবুও আমরা ঝুঁকি নিতে চাইছি না। পুজোর আগে শহরে যাতে কোনওভাবেই ডেঙ্গু ফিরে না আসে, তারজন্য স্পেশাল সচেতনতা অভিযান শুরু করা হয়েছে। সেপ্টেম্বর মাসজুড়ে এই অভিযান চলবে। 

     আলিপুরদুয়ার শহরে মশা মারার তেল স্প্রে করা হচ্ছে।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)