• ভূমি ধসে আবার বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক
    বর্তমান | ০৪ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: ভারী বৃষ্টির জেরে ভূমি ধস। মঙ্গলবার দুপুরে ধসের ফলে ফের বন্ধ হয়ে গেল বাংলা-সিকিমের লাইফলাইন ১০ জাতীয় সড়ক। দুপুর দেড়টা নাগাদ মাত্র ১৫ মিনিটের টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে কালিম্পংয়ের বিস্তীর্ণ এলাকা। একই অবস্থা কার্শিয়াংয়েরও।

    এদিন কালিম্পংয়ের কাছে ২১ মাইল এলাকার সেলফিদারায় ভূমিধস হয়। তার জেরে সিকিম-বাংলা যোগাযোগের সড়কপথ বন্ধ হয়ে পড়ে। এছাড়াও কালিম্পংয়ের ভুঁইচাল এলাকা জলমগ্ন হয়ে পড়ে। 

    অন্যদিকে, ভারী বৃষ্টির জেরে কার্শিয়াং বাজার জলবন্দি হয়ে যায়। কার্শিয়াং বাজারে জলের তোড়ে একটি স্কুটার ভেসে গিয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এদিন কার্শিয়াং এবং কালিম্পং জেলা পুলিস, প্রশাসন, বিপর্যয় মোকাবিলা দলের তৎপরতায় বিকেলের দিকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। 

    কালিম্পংয়ে সিকিম-বাংলা লাইফলাইনে ধস নামায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করেছে জেলা প্রশাসন। ২১ মাইল এলাকার সেলফিদারায় ভূমি ধসের কারণে হতাহতের খবর পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় বিকেলের দিকে ধস সরানোর কাজ শুরু হয়েছে। ধস সম্পূর্ণভাবে মেরামত না হওয়া পর্যন্ত যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ করবে ট্রাফিক ও পুলিস। ধসের জেরে সিকিম ও বাংলার সংযোগকারী রাস্তায় গাড়ি চলাচলের নিয়ন্ত্রণের উপর  একটি তালিকা প্রকাশ করেছে কালিম্পং জেলা প্রশাসন। সেই তালিকা মোতাবেক সেতিঝোরা থেকে রংপো পর্যন্ত সমস্ত ভারী যানবাহন চলাচল এবং এর বিপরীত দিক থেকে আসা গাড়িগুলো ট্রাফিক নিয়ন্ত্রণ করবে। মেল্লির কাছে ৬ মাইল এবং ৮ মাইল এলাকা গাড়ি চলাচল স্বাভাবিক থাকবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।  নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)