• ‘উই ওয়ান্ট জাস্টিস’, সিবিআইয়ের কাছে বিচার দাবি মমতার
    বর্তমান | ০৪ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি কর কাণ্ডে সিবিআই তদন্তভার হাতে নেওয়ার পর ২১ দিন অতিক্রান্ত। কিন্তু মামলায় তেমন কোনও অগ্রগতি হয়নি। নতুন কোনও অভিযুক্তের নামও সামনে আসেনি। তাই এবার বিধানসভার মধ্যেই ‘বিচার’ চেয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপর চাপ বাড়ালেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ধর্ষণে ফাঁসির শাস্তি নিশ্চিত করতে বিধানসভায় ‘অপরাজিতা বিল’ পেশ করেছে রাজ্য। আর সেই বিল নিয়ে আলোচনাতেই মমতা আওয়াজ তুললেন, ‘উই ওয়ান্ট জাস্টিস ফ্রম সিবিআই।’ নারী সুরক্ষায় এই পদক্ষেপকে ‘ঐতিহাসিক’ আখ্যা দিয়ে তিনি নিশানা করেন প্রধানমন্ত্রীকেও। বিজেপি শাসিত রাজ্যগুলিতে নারী নির্যাতনের ঘটনার সালতামামি তুলে ধরে দাবি তুললেন, ‘নরেন্দ্র মোদির পদত্যাগ চাই!’

    এদিন শাসক-বিরোধী উভয় পক্ষের সর্বসম্মতিতে বিধানসভায় পাশ হয় ‘অপরাজিতা বিল।’ ধর্ষণের অপরাধে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে বিলে। বিলের আলোচনার অংশ নিয়ে আর জি কর হাসপাতালের মৃত তরুণী চিকিৎসকের প্রতি শোকজ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী। ২১ দিন ধরে কেন্দ্রীয় এজেন্সি কী করছে, সেই প্রশ্নও তোলেন। তিনি বলেন, ‘সিবিআইয়ের হাতে তদন্তভার গিয়েছে, আমাদের কোনও সমস্যা নেই। কিন্তু সিবিআইয়ের কাছে আমরা বিচার চাই। বিচার দিক সিবিআই। শাস্তি দিক সিবিআই। দোষীর ফাঁসি দিক সিবিআই।’ রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ও প্রশ্ন তোলেন, ‘আর জি কর হাসপাতালের ঘটনায় সিবিআই তদন্ত হয়ে আমরা কী পেলাম?’

    ধর্ষণের ঘটনায় ৩৬ দিনের মধ্যে তদন্ত শেষ করার উপরই বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে ‘অপরাজিতা বিল’-এ। সেই সূত্রেই এই বিলকে পূর্ণ সমর্থন জানান বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। আলোচনায় তিনি বলেন, ‘বিচার না পেলে সিবিআইয়ের বিরুদ্ধেও আমরা আন্দোলন করব। কোনও ছাড় নেই।’ তবে বিলের উপর আলোচনায় এদিন বারবার উত্তপ্ত হয়েছে বিধানসভার অধিবেশন। আর জি কর কাণ্ড সহ রাজ্যে নারী নির্যাতনের ঘটনাগুলি তুলে ধরেন বিরোধী দলনেতা। বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়রা অধিবেশন কক্ষে প্ল্যাকার্ড হাতে আওয়াজ তোলেন, ‘দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ।’ জবাবে হাতরাস, উন্নাও সহ দেশের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নারী নির্যাতনের প্রসঙ্গে টেনে আনেন মমতা। দাবি করেন, ‘প্রধানমন্ত্রী দেশের লজ্জা। উনি মেয়েদের সুরক্ষা দিতে পারেননি। ওঁর পদত্যাগ দাবি করছি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রের মন্ত্রী, বিজেপি সরকারের মুখ্যমন্ত্রীরাও পদত্যাগ করুন। বিরোধী দলনেতা গুলি চালানোর কথা বলেছেন। তাঁরও পদত্যাগ দাবি করছি।’ 
  • Link to this news (বর্তমান)