• পথ দেখাচ্ছে বাংলা, কেন্দ্রের উপর চাপ বা‌ড়ালেন অভিষেক, বিধানসভায় ধর্ষণ-বিরোধী বিল পাশ
    বর্তমান | ০৪ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পথ দেখিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। সেই সূত্র ধরেই এবার কেন্দ্রীয় সরকারের উপর চাপ বাড়ালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিধানসভায় পাশ হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আনা ধর্ষণ-বিরোধী ‘অপরাজিতা বিল’। পশ্চিমবঙ্গ সরকারের এই যুগান্তকারী পদক্ষেপকে তুলে ধরেন অভিষেক। এই প্রেক্ষাপটেই ধর্ষণ-বিরোধী কঠোর আইনের পক্ষে সওয়াল করেন তিনি। রাজ্যের শাসক দলের সেকেন্ড-ইন-কম্যান্ড অভিষেক বলেছেন, সারা দেশে প্রতি ১৫ মিনিটে একটি ধর্ষণের মতো নারকীয় ঘটনা ঘটছে! এই পরিসংখ্যানই ধর্ষণ-বিরোধী আইনটি কার্যকর করার দাবি আরও জোরাল করছে। ধর্ষণ-বিরোধী আইন কার্যকর ব্যাপারে পথ দেখাচ্ছে বাংলার সরকার। এই অবস্থায় ধর্ষণ রুখতে কেন্দ্রীয় সরকারকে অবশ্যই কঠোর পদক্ষেপ করতে হবে। তার জন্য অভিষেকের পরামর্শ, সংসদের আসন্ন অধিবেশনে আইন সংশোধন করে দ্রুত ন্যায়বিচার সুনিশ্চিত করতে হবে। ধর্ষণ রুখতে প্রয়োজন কঠোরতম শাস্তি। আমরা চাই, দোষীর শাস্তি হোক ৫০ দিনের মধ্যেই। তার জন্য কেন্দ্রকে কঠোর আইন বলবৎ করতে হবে।

    এদিন রাজ্য বিধানসভায় পাস হয় ‘দ্য অপরাজিতা উইমেন অ্যান্ড চাইল্ড (ওয়েস্ট বেঙ্গল ক্রিমিনাল ল’জ অ্যামেন্ডমেন্ট) বিল ২০২৪’। বিলের উপর আলোচনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘ঘটনার বিচার দ্রুততার সঙ্গে করতে এই বিলই হবে নির্যাতিতার মানসিক স্বাস্থ্য পুনরুদ্ধারে শ্রেষ্ঠ পদক্ষেপ। তাই আমরা চাই বিলটি দ্রুততার সঙ্গে কার্যকর করতে। তার জন্য রাজ্যপালের সম্মতি প্রয়োজন। রাজ্যের বদনাম না করে বিজেপি বিধায়করা রাজ্যপালের কাছে গিয়ে বলুন বিলটিতে দ্রুত তাঁর সম্মতি দিতে।’ তবে মুখ্যমন্ত্রীর অভিযোগ, ‘সিপিএম ও বিজেপি রাজ্যে এক আর দুই নম্বর স্থান দখলের প্রতিযোগিতায় নেমে ক্রমাগত বাংলার বদনাম করে চলেছে। তার উপর চলছে কেন্দ্রীয় বঞ্চনাও।’

     
  • Link to this news (বর্তমান)