• হাইটেনশন লাইনের তার পাচারের চেষ্টা, গ্রেপ্তার ২
    বর্তমান | ০৪ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: বিদ্যুতের তার চুরি করে পালানোর সময় অশোকনগর থানার পুলিসের হাতে গ্রেপ্তার দুই। চুরিতে ব্যবহৃত গাড়িটিও পুলিস বাজেয়াপ্ত করেছে। পুলিস জানিয়েছে, ধৃতদের নাম শরিফুল ইসলাম ও আসাদুল ইসলাম। উদ্ধার হয়েছে প্রায় ৩০০ কেজি অ্যালুমিনিয়ামের তার। এর আনুমানিক মূল্য তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা। মঙ্গলবার ধৃতদের বারাসত আদালতে তোলা হলে তিনদিনের পুলিসি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

    হাইটেনশন বিদ্যুৎ লাইনের চোরাই তার বোঝাই একটি গাড়ি নৈহাটি-জিরাট রোড ধরে আসছে বলে গোপন সূত্রে খবর পায় অশোকনগর থানার পুলিস। গাড়িটিকে আটক করতে সোমবার অভিযান শুরু হয়। অশোকনগরের বাইগাছি মোড় থেকে একটি ম্যাক্স গাড়িকে আটক করে পুলিস। তল্লাশি চালাতেই উদ্ধার হয় বিদ্যুৎ ক্ষেত্রে ব্যবহৃত প্রচুর পরিমাণ অ্যালুমিনিয়ামের তার। গাড়িচালক শরিফুল ইসলামকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করেও কোনও সন্তোষজনক উত্তর মেলেনি। পুলিস জানিয়েছে, বিদ্যুতের এই তারগুলো নদীয়ার হরিণঘাটা থেকে চুরি করে আনা হয়েছিল। গাড়ির চালক শরিফুল ইসলামের বাড়ি বাদুড়িয়া থানার দক্ষিণ শেরপুর এলাকায়। আসাদুলের বাড়ি দেগঙ্গার চাঁদপুর এলাকায়।
  • Link to this news (বর্তমান)