• নৈতিক জয় হয়েছে জুনিয়র চিকিত্সকদের আন্দোলনের, বললেন নির্যাতিতার মা-বাবা
    বর্তমান | ০৪ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, বরানগর: ‘ছাত্ররা হাতে ফুল ও দাবিপত্র নিয়ে লালবাজার গিয়েছিলেন। কিন্তু তাঁদের সঙ্গে দেখা করার বদলে ব্যারিকেডের সামনে ২৪-২৫ ঘণ্টা বসিয়ে রাখাটা কষ্টদায়ক। ওঁরা তো আমাদেরই ছেলে-মেয়ে।’ মঙ্গলবার সংবাদমাধ্যমকে এই কথা বলেন আর জি কর-কাণ্ডে নিহত চিকিৎসকের বাবা-মা। তাঁদের দাবি, শেষ পর্যন্ত পুলিস কমিশনারের সঙ্গে দেখা করে জুনিয়র ডাক্তাররা তাঁদের দাবি জানাতে পেরেছেন। এটা নৈতিক জয়। বুধবার ফের ‘রাত দখল’-এর কর্মসূচিতে পরিবারের সদস্যরা শামিল হবেন বলেও জানিয়েছেন তাঁরা। তবে তাঁরা দু’জন কোথাও যোগ দেবেন কি না, সেই প্রশ্নে তাঁরা বলেন, ‘যাব কি না ঠিক নেই। গেলে আর জি করে যাব।’ 

    এদিনও তাঁরা বলেছেন, ‘মেয়ে দুর্নীতির বলি হয়েছে। চিকিৎসা ক্ষেত্রে দুর্নীতি ও আমার মেয়ের খুনের তদন্তে সিবিআই সফল হবে বলেই বিশ্বাস।’ সন্দীপ ঘোষের দুর্নীতি নিয়ে তাঁদের প্রশ্ন, ‘তিন বছর ধরে এসব দুর্নীতির বিষয় অনেকে সামনে আনার চেষ্টা করেছিলেন। তখন ব্যবস্থা হয়নি কেন? এই জবাব তো প্রশাসনকেই দিতে হবে। আজকে যদি সন্দীপ ঘোষ এত দুর্নীতি না করতেন, তাহলে আমার মেয়েটা এভাবে বলি হতো না। স্বাস্থ্যদপ্তর আজ পর্যন্ত তাঁকে সাসপেন্ড করতে পারছে না কেন? তাঁকে প্রথম দিন থেকে আড়াল করার চেষ্টা হচ্ছে কেন? এখন তো আর জি কর সম্পর্কে অনেক ঘটনা শুনতে পাচ্ছি। দেখতে পাচ্ছি, কিছু কিছু চিকিৎসক আসলে ভগবানের ছদ্মবেশে দুষ্কৃতকারী। তাঁদের আড়াল করা হচ্ছে।’ মেয়ের খুনের বিচার চেয়ে তাঁরা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ একাধিক সাংবিধানিক প্রধানের কাছে চিঠি পাঠিয়েছেন বলেও জানিয়েছেন। মেয়েদের রাতের ডিউটি কমিয়ে দেওয়ার প্রস্তাব প্রসঙ্গে নির্যাতিতার বাবা-মা বলেন, ‘এভাবে মেয়েদের ছোট করা হচ্ছে। এটা আমরা সমর্থন করি না।’
  • Link to this news (বর্তমান)